প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 12, 2025 ইং
ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ, স্বেচ্ছাসেবক লীগ নেতাকে আটক করে বিজিবিকে দিল বিএসএফ

বেনাপোল, ১২ জুলাই: অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের অভিযোগে ঝিনাইদহ জেলার স্বেচ্ছাসেবক লীগ এক নেতাকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
আটককৃত ব্যক্তি কালীগঞ্জ উপজেলার এক ইউনিয়ন শাখার স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি বলে জানা গেছে। তিনি কী কারণে সীমান্ত অতিক্রম করেছিলেন, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য এখনও মেলেনি।
বিএসএফ সূত্র জানায়, তিনি পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট সীমান্ত দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। তাকে আটকের পর বিএসএফ নিয়ম অনুযায়ী জিজ্ঞাসাবাদ করে।
পরে আজ শুক্রবার সকালে বেনাপোল সীমান্তে বিজিবির সঙ্গে এক সংক্ষিপ্ত পতাকা বৈঠকে ওই নেতাকে হস্তান্তর করা হয়।
বিজিবির এক কর্মকর্তা বলেন, "বিএসএফ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী আমরা জানতে পারি যে একজন বাংলাদেশি নাগরিক সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছেন। পরে যাচাই করে দেখা যায়, তিনি একজন স্থানীয় রাজনৈতিক নেতা।"
এ ঘটনায় তাকে থানায় হস্তান্তর করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিজিবি।
স্থানীয় রাজনৈতিক মহলে এই ঘটনা নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে। কেউ কেউ এটিকে ‘ব্যক্তিগত দায়িত্বহীনতা’ বলেও আখ্যা দিচ্ছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ জুলাই ৩৬ নিউজ