প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2025 ইং || প্রকাশের তারিখঃ Jul 13, 2025 ইং
চাঁদাবাজির অভিযোগে শেরপুর জেলা যুবদল নেতা হোসেন আলী বহিষ্কৃত

নিজস্ব প্রতিবেদক | শেরপুর
চাঁদাবাজির অভিযোগে শেরপুর জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. হোসেন আলীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
আজ দুপুরে (রোববার, ১৩ জুলাই) জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়,
"চাঁদাবাজির সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে মো. হোসেন আলীকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।"
এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,
"বহিষ্কৃত নেতার কোনো অপকর্ম বা বেআইনি কর্মকাণ্ডের দায়দায়িত্ব দল নেবে না।"
যুবদলের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সকল পর্যায়ের নেতাকর্মীদের হোসেন আলীর সাথে সাংগঠনিক সম্পর্ক ছিন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে। একইসাথে জানানো হয়,
"তিনি দলীয় পরিচয় ব্যবহার করে কোনো বেআইনি কর্মকাণ্ডে জড়িত থাকলে আইনশৃঙ্খলা বাহিনী যেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে, সে আহ্বান জানানো হচ্ছে।"
© সকল কিছুর স্বত্বাধিকারঃ জুলাই ৩৬ নিউজ