
নিউজ ডেস্ক রিপোর্ট
চেলসির শিরোপা জয়ের মধ্য দিয়ে সম্প্রতি পর্দা নেমেছে ৩২ দল নিয়ে প্রথমবার আয়োজিত ক্লাব বিশ্বকাপের। নিউ জার্সিতে অনুষ্ঠিত ফাইনালে ফরাসি জায়ান্ট প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)-কে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইংলিশ ক্লাব চেলসি।
এই জয়ে ২০২৯ সাল পর্যন্ত ‘বিশ্বসেরা ক্লাব’-এর তকমা থাকবে চেলসির গায়ে, কারণ এখন থেকে প্রতি বছর নয়, ক্লাব বিশ্বকাপ হবে চার বছর পরপর।
তবে এই প্রতিযোগিতা নিয়ে শুরু থেকেই বিতর্ক রয়েছে। অনেকেই এটিকে চ্যাম্পিয়ন্স লিগ বা ঐতিহ্যবাহী ঘরোয়া টুর্নামেন্টগুলোর তুলনায় কম গুরুত্বপূর্ণ মনে করছেন।
কিন্তু চেলসির তরুণ ডিফেন্ডার লেভি কলউইল এই বিতর্কের বাইরে। তাঁর মতে, "এই ক্লাব বিশ্বকাপ ভবিষ্যতে চ্যাম্পিয়ন্স লিগের চেয়েও বড় হয়ে উঠবে।"
তিনি আরও বলেন, “এখানে শুধু ইউরোপের নয়, বিশ্বের নানা প্রান্তের সেরা ক্লাবগুলো অংশ নেয়। এটি অনেক বড় মঞ্চ, এখানে খেলাটা সম্মানের। সমালোচনার জায়গা থাকলেও ফুটবলের জন্য এটা এক দারুণ উদ্যোগ।”
সমালোচকদের চোখে যেটি বিতর্কিত, সেটিই লেভি কলউইলের কাছে গর্বের প্রতীক। তাঁর বিশ্বাস, সময়ের সঙ্গে এই টুর্নামেন্টই হয়ে উঠবে সবচেয়ে মর্যাদাপূর্ণ শিরোপার মঞ্চ।