
নিউজ ডেস্ক রিপোর্ট
বার্সেলোনা ও স্পেন জাতীয় দলের তরুণ তারকা লামিন ইয়ামাল ১৮তম জন্মদিন উদযাপনকে কেন্দ্র করে বিতর্কের মুখে পড়েছেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওর সূত্র ধরে স্পেনের সামাজিক অধিকার মন্ত্রণালয় অভিযোগ তুলেছে— ইয়ামালের আয়োজিত পার্টিতে বিনোদনের জন্য খর্বাকৃতির (বামন) মানুষদের ভাড়া করা হয়েছিল, যা দেশটির প্রতিবন্ধী অধিকার আইন লঙ্ঘনের শামিল।
গত ১৩ জুলাই, ১৮ বছরে পা দেন ইয়ামাল। বার্সেলোনার বাইরে আয়োজিত একটি ব্যক্তিগত পার্টিতে তিনি তার এই বিশেষ দিনটি উদযাপন করেন। পার্টির আয়োজকরা আগত অতিথিদের ভিডিও ধারণ নিষিদ্ধ করলেও, পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ফুটেজে দেখা যায়, একদল খর্বাকৃতির মানুষকে পার্টিতে প্রবেশ করতে।
স্পেনের সামাজিক অধিকার মন্ত্রণালয় বিষয়টিকে গুরুত্ব দিয়ে পাবলিক প্রসিকিউটর অফিস, অম্বাডসম্যান এবং হেট ক্রাইম দমন সংস্থার কাছে তদন্তের অনুরোধ জানিয়েছে। মন্ত্রণালয়ের মতে, এটি স্পষ্টতই প্রতিবন্ধী মানুষদের অবমাননার সামিল এবং স্পেনের আইন অনুযায়ী তা নিষিদ্ধ।
এদিকে স্পেনের খর্বাকৃতির অধিকার নিয়ে কাজ করা একটি সংগঠন ঘটনার তীব্র সমালোচনা করেছে। তাদের ভাষ্য, “এই ধরনের প্রদর্শনী শুধু অমানবিক নয়, এটি সামাজিকভাবে লাঞ্ছনাও বটে। আমরা বিষয়টি নিয়ে আইনি ব্যবস্থা নেব।”
তবে বিতর্কের ভিন্ন এক দিকও সামনে এসেছে। জন্মদিনের পার্টিতে পারফর্ম করা একজন ব্যক্তি পরিচয় গোপন রেখে স্প্যানিশ সংবাদমাধ্যম RAC1-কে বলেন, “আমরা এখানে সম্মানের সঙ্গেই এসেছি। কেউ আমাদের অবমাননা করেনি বা কোনো অন্যায় করা হয়নি।”
এখন পর্যন্ত ইয়ামাল বা তার ঘনিষ্ঠ কেউ এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি।
সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে—কেউ এটিকে ‘অভিপ্রায়হীন ভুল’ বলছেন, কেউ আবার বলছেন ‘সচেতনতার অভাব’। তবে এটি নিশ্চিত যে, স্পেনে প্রতিবন্ধী ও খর্বাকৃতির মানুষদের মর্যাদা রক্ষায় যে আইন রয়েছে, তা ভঙ্গ হয়েছে কিনা—তা জানতে তদন্তই এখন মূল চাবিকাঠি।