প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2025 ইং || প্রকাশের তারিখঃ Jul 15, 2025 ইং
কাদার রাজ্যে সাফ ফুটবল: পানি–কাদা মাড়িয়ে খেলল বাংলাদেশের মেয়েরা

খেলা প্রতিবেদক
খেলোয়াড় এগিয়ে যাচ্ছেন, কিন্তু বল যাচ্ছে না! কাদায় আটকে যাচ্ছে, পানিতে ভাসছে—এ দৃশ্য যেন কোনো গ্রামবাংলার বর্ষাকালের ফুটবল ম্যাচ! কিন্তু না, ঘটনা ঘটেছে আন্তর্জাতিক আসরে, সেটাও আবার শহরের অভিজাত স্টেডিয়ামে।
স্থান: বসুন্ধরা কিংস এরেনা
প্রসঙ্গ: অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপ
ম্যাচ: বাংলাদেশ বনাম ভুটান
তৃতীয় ম্যাচে স্বাগতিক বাংলাদেশের মেয়েরা মাঠে নামতেই বুঝে গেলেন, প্রতিপক্ষ শুধু ভুটান নয়—প্রকৃতিও যেন বড় এক প্রতিদ্বন্দ্বী। টানা বৃষ্টিতে মাঠের বিভিন্ন অংশ পানিতে ভেসে গেছে, বল গড়িয়ে না গিয়ে থেমে যাচ্ছে জায়গায় জায়গায়। খেলোয়াড়রা বারবার ভারসাম্য হারাচ্ছেন, পাস দিতে গিয়ে হোঁচট খাচ্ছেন। যেন ফুটবল নয়, চলছে জলকেলি-সংগ্রাম!
⚽ মাঠ নয়, যেন কাদামাঠ!
এমন পরিস্থিতিতে মানসম্পন্ন খেলা তো দুরস্ত, খেলাটাই ঠিকমতো সম্পন্ন হওয়া ছিল চ্যালেঞ্জ। তবে সব প্রতিকূলতা ডিঙিয়ে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন দুই দলের খেলোয়াড়রাই। বিশেষ করে বাংলাদেশের মেয়েরা চেষ্টা করেছেন দ্রুত খেলার, কিন্তু বারবার আটকে গেছেন পানিভর্তি ঘাসে।
এই দৃশ্য দেখে ক্রীড়া বিশ্লেষক ও ভক্তদের প্রশ্ন—এই রকম আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য কি যথেষ্ট প্রস্তুত ছিল মাঠ?
একজন সাবেক নারী ফুটবলার কটাক্ষ করে বলেন, "মেয়েরা খেলতে নেমেছিল ফুটবল, কিন্তু মাঠ যেন বানানো হয়েছিল জলক্রীড়ার জন্য!"
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এখনো মাঠ পরিস্থিতি নিয়ে আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি, তবে পরিস্থিতি অনুযায়ী ভবিষ্যতের ম্যাচ নিয়ে প্রশ্ন উঠছে।
অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপ নারী ফুটবলের উন্নয়নে বড় মঞ্চ। অথচ এমন এক অদ্ভুত মাঠ পরিস্থিতি আন্তর্জাতিক ফুটবলের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করে তোলে। এখন দেখার বিষয়, মাঠ কত দ্রুত খেলার উপযোগী করে তোলা যায় এবং এমন পরিস্থিতি ভবিষ্যতে এড়াতে কর্তৃপক্ষ কী ব্যবস্থা নেয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ জুলাই ৩৬ নিউজ