
গোপালগঞ্জ প্রতিনিধি | জুলাই ১৬, ২০২৫
গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর-দুর্গাপুর সড়কের খাটিয়াগড় চরপাড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা চলাকালে পুলিশের একটি গাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এনসিপির নেতাকর্মীরা পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে খাটিয়াগড় চরপাড়া এলাকায় পদযাত্রা শুরু করলে পথ আটকে দেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ সময় দুপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা পুলিশের একটি পিকআপ ভ্যানে হামলা চালায় ও আগুন ধরিয়ে দেয়।
ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং পরিস্থিতি আংশিক স্বাভাবিক রয়েছে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাইয়ুম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “পরিস্থিতি এখন আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। হামলাকারীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে এনসিপির কেন্দ্রীয় নেতারা দাবি করেছেন, পুলিশ বিনা উস্কানিতে পদযাত্রায় বাধা দিয়েছে, যা তাদের শান্তিপূর্ণ কর্মসূচিকে নস্যাৎ করার চেষ্টা। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শাস্তি দাবি করেছেন।
উল্লেখ্য, এনসিপি সম্প্রতি ‘জুলাই পদযাত্রা’ শিরোনামে দেশের বিভিন্ন জেলায় ধারাবাহিকভাবে কর্মসূচি পালন করছে।