
নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম | জুলাই ১৬, ২০২৫
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ফারুক-ই-আজম জানিয়েছেন, জুলাই শহীদদের স্মরণে দেশের ৮৬৪টি স্থানে স্মৃতি ফলক স্থাপন করা হবে। বুধবার (১৬ জুলাই) দুপুর সাড়ে ১২টায় চট্টগ্রাম নগরের বহদ্দারহাট মোড়ে ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’ নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “আজ আমরা একটি ফলকের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি। শহীদদের স্মরণে তাঁদের শহীদ হওয়ার স্থানগুলোতে এই ফলকগুলো স্থাপন করা হবে। এতে জাতি তাদের আত্মত্যাগের কথা স্মরণ রাখতে পারবে।”
তিনি আরও জানান, শহীদদের হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করতে সরকার তথ্যপ্রমাণ সংগ্রহ এবং যাচাই-বাছাইয়ের মাধ্যমে কাজ চালিয়ে যাচ্ছে। “এই হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের নৈতিক ও মানবিক দায়,” বলেন উপদেষ্টা ফারুক-ই-আজম।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, নাগরিক সমাজের প্রতিনিধি এবং রাজনৈতিক দলের নেতারাও উপস্থিত ছিলেন। বক্তারা এই উদ্যোগকে সময়োপযোগী ও গৌরবময় ইতিহাস সংরক্ষণের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।
উল্লেখ্য, জুলাই মাসে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত সহিংসতায় প্রাণ হারানোদের ‘জুলাই শহীদ’ হিসেবে স্বীকৃতি দিয়ে তাঁদের স্মরণে নানা কর্মসূচি গ্রহণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার।
জুলাই শহীদদের স্মরণে এই ফলক স্থাপন কর্মসূচিকে দেশজুড়ে গণস্মৃতি সংরক্ষণের উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। এটি শুধু ইতিহাস সংরক্ষণ নয়, বরং ন্যায়বিচার ও রাষ্ট্রীয় স্বীকৃতির পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে বিশ্লেষকদের অভিমত।