
চকরিয়া, কক্সবাজার | বিশেষ প্রতিনিধি রিপোর্ট
কক্সবাজারের চকরিয়ায় রাতের নিস্তব্ধতা ভেঙে ঘটে গেল এক ভয়াবহ অপরাধ। চুরি করতে এসে অস্ত্রের মুখে ধর্ষণের শিকার হয়েছেন টুরিস্ট পুলিশের এক কনস্টেবলের স্ত্রী। তার দুই সন্তান তখন পাশের রুমে।
ঘটনাটি ঘটেছে সোমবার (১৪ জুলাই) গভীর রাতে চকরিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের একটি ভাড়া বাসায়। জানা গেছে, পুলিশের ওই সদস্য ঘটনাকালে কর্মস্থলে ছিলেন।
সোমবার ভোররাতে (প্রায় ৩টার দিকে) মুখ ঢাকা এক যুবক রান্নাঘরের জানালা ভেঙে বাসায় ঢোকে। তার হাতে ছিল ধারালো দা ও টর্চলাইট। বাসায় পুরুষ সদস্য না থাকার সুযোগে প্রথমে নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে, এরপর অস্ত্রের ভয় দেখিয়ে নারীকে ধর্ষণ করে। ভুক্তভোগীর দুই শিশু সন্তান তখন আতঙ্কে কান্নাকাটি করছিল।
ঘটনার পরপরই পাশের ভাড়াটিয়ারা ছুটে আসেন।
পরদিন সকালে ভুক্তভোগীর স্বামী থানায় গিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং ডাকাতি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মামলা করেন।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান: “অভিযোগ পাওয়ার পরপরই মামলা রুজু হয়েছে। অভিযুক্তকে শনাক্ত করতে অভিযান শুরু হয়েছে। বিষয়টি খুবই স্পর্শকাতর ও দুঃখজনক।”
প্রতিবেশীরা জানান, “এমন ঘটনা আমরা কোনোদিন দেখিনি। নিরাপত্তাহীনতায় ভুগছি। যেন দ্রুত অপরাধীকে গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিত করা হয়।”
এই ঘটনায় একদিকে যেমন আইনশৃঙ্খলা বাহিনীর পরিবারের সদস্যরাও আজ নিরাপদ নন, অন্যদিকে এটি চকরিয়াসহ সারাদেশে নিরাপত্তা ব্যবস্থার বেহাল দশার ইঙ্গিত দেয়। বিশেষ করে শহরাঞ্চলে ভাড়া বাসায় বসবাসকারী নারীদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ দেখা দিয়েছে।