
নিজস্ব প্রতিবেদক | ১৬ জুলাই ২০২৫ | ঢাকা
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। আজ বুধবার (১৬ জুলাই) বিকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, “বাংলাদেশে সহিংসতার কোনো স্থান নেই। গোপালগঞ্জে যে সহিংসতা চালানো হয়েছে, তা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।”
বিবৃতিতে আরও বলা হয়, “বিপ্লবী আন্দোলনের এক বছরপূর্তি উপলক্ষে তরুণ নাগরিকদের শান্তিপূর্ণভাবে সমাবেশ করার অধিকার রয়েছে। এই অধিকার ব্যাহত করা হয়েছে। জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মী, সংবাদকর্মী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর নৃশংস হামলা চালানো হয়েছে, তাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে—এটা কোনোমতেই বরদাশতযোগ্য নয়।”
অন্তর্বর্তী সরকারের বক্তব্যে উল্লেখ করা হয়, “নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের কিছু চিহ্নিত কর্মী এই জঘন্য সহিংসতায় জড়িত। এই অপরাধীদের দ্রুত চিহ্নিত করে কঠোর বিচার নিশ্চিত করা হবে। সহিংসতাকে প্রশ্রয় দেওয়া হবে না—এটা সরকারের সুস্পষ্ট অবস্থান।”
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার জানায়: “দেশের কোনও নাগরিক বা রাজনৈতিক সংগঠনের ওপর এই ধরনের হামলা বরদাস্ত করা হবে না। সকল অপরাধীকে জবাবদিহির আওতায় আনা হবে।”
১৬ জুলাই দুপুরে গোপালগঞ্জে ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিতে অংশ নিতে গেলে এনসিপির নেতাকর্মীদের ওপর ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা অতর্কিত হামলা চালায়। ঘটনাস্থলে ককটেল বিস্ফোরণ, পুলিশের গাড়িতে আগুন এবং গণমাধ্যমকর্মীদের উপর হামলার ঘটনাও ঘটে।