প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2025 ইং || প্রকাশের তারিখঃ Jul 16, 2025 ইং
গোপালগঞ্জে সাংবাদিকদের গাড়িতে হামলার নিন্দা, দায়ীদের শাস্তির দাবি অনলাইন এডিটরস অ্যালায়েন্সের

অনলাইন নিউজ ডেস্ক
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ চলাকালে গোপালগঞ্জে সংবাদ সংগ্রহে নিয়োজিত সাংবাদিকদের গাড়িতে বর্বর হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে অনলাইন এডিটরস অ্যালায়েন্স।
আজ (বুধবার) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে অ্যালায়েন্সের সভাপতি হাসান শরীফ এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহেল বলেন—“গণমাধ্যমের গাড়িতে হামলা অত্যন্ত ন্যক্কারজনক ও আইনবিরোধী। আমরা অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি।”
প্রাপ্ত তথ্যমতে, একাত্তর টিভি, স্টার নিউজ ও মাল্টিমিডিয়ার সাংবাদিকদের বহনকারী গাড়িতে হামলা চালানো হয়।
এ ঘটনায় যমুনা টিভি ও কালের কণ্ঠ-এর স্থানীয় সাংবাদিকরা আহত হন।
অ্যালায়েন্সের মতে,“এই ধরনের সহিংসতা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের স্বাধীনতা ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে। এটি গণমাধ্যম স্বাধীনতার ওপর সরাসরি আঘাত।”
বিবৃতিতে আরও বলা হয়, গোপালগঞ্জসহ সারাদেশে সাংবাদিক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নিতে আহ্বান জানানো হয়েছে, যেন পরিস্থিতি স্বাভাবিক হয় এবং জনজীবনে স্বস্তি ফিরে আসে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ জুলাই ৩৬ নিউজ