
জুলাই ৩৬ নিউজ নিউজ ডেস্ক,
১৮ জুলাই, এক ভয়াল কালরাত্রি—যে রাতে আমরা হারিয়েছি মেধাবী, সাহসী ছাত্র ফারহান ফাইয়াজ-কে।
রাজপথে অন্যায়ের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়ানো এই তরুণকে প্রকাশ্য দিবালোকে হত্যা করে সরকারদলীয় সন্ত্রাসীরা, বলে অভিযোগ উঠেছে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে।
ছাত্রজীবনের শুরু থেকেই ফারহান ছিলেন আপসহীন এক সংগ্রামী। তিনি ছাত্ররাজনীতির মধ্য দিয়ে দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষার স্বপ্ন লালন করতেন।
ফারহান ফাইয়াজকে লক্ষ্য করে হামলাটি ছিল একেবারে পরিকল্পিত ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত—এমন অভিযোগ তুলেছে তার সহযোদ্ধারা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশেই এই হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, "হঠাৎ করে দলবেঁধে একদল অস্ত্রধারী এসে তাকে ঘিরে ফেলে। একের পর এক আঘাত করে মৃত্যু নিশ্চিত করে।"
ফারহান স্বপ্ন দেখতেন একটি ন্যায়ের রাষ্ট্রের—যেখানে ছাত্রদের কণ্ঠরোধ নয়, বরং মত প্রকাশের স্বাধীনতা থাকবে। তার প্রতিটি পোস্ট, বক্তব্য ও কার্যকলাপ তরুণ সমাজে আলোড়ন তুলেছিল।
তার পরিবার বলছে, “সে ছিল গোটা পরিবারের ভরসা, দেশের জন্য নিজের জীবন দিয়ে গেল।”
তার মৃত্যু শুধু একটি জীবননাশ নয়, বরং এক জাতিগত বেদনার মুহূর্ত।
ফারহান ফাইয়াজ শহীদ হয়েছেন দেশের মানুষের পক্ষে দাঁড়িয়ে, রাষ্ট্রীয় নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার হয়ে।
আজ বাদ আসর ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয় তার জানাজা ও শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান। হাজার হাজার মানুষ ফুল হাতে এসে শ্রদ্ধা জানায় এই তরুণ শহীদকে।