প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2025 ইং || প্রকাশের তারিখঃ Jul 19, 2025 ইং
“প্রয়োজনে কবর থেকে মরদেহ তুলে ময়নাতদন্ত”— গোপালগঞ্জ প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক,
গোপালগঞ্জে নিহতদের ময়নাতদন্ত ছাড়াই দাফনের বিষয়ে প্রশ্ন উঠলে প্রয়োজনে কবর থেকে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার (১৯ জুলাই) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল পরিদর্শনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “গোপালগঞ্জের ঘটনায় নিহতদের পরিবার তাদের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই নিয়ে গেছেন। তবে তারা চাইলে, প্রয়োজনে কবর থেকে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে।” ‘তদন্তে কারা দায়ী তা বেরিয়ে আসবে’
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, গোপালগঞ্জের ঘটনায় একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিনি বলেন, “তারা কাজ করছেন। তদন্ত প্রতিবেদন পেলেই বোঝা যাবে কারা দায়ী ছিলেন।”
এ সময় তিনি গোপালগঞ্জের ঘটনাকে লাইভ কভার করায় সাংবাদিকদের ধন্যবাদ জানান। তবে যাঁর ছিলেন না, তাঁদের ভুল তথ্য দিয়ে জনমনে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানান।
‘থার্ড টার্মিনালের কাজ ৯৮% সম্পন্ন’ টার্মিনাল পরিদর্শন শেষে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “থার্ড টার্মিনাল এলাকাটা অনেক সুন্দর হয়েছে। এটি চালু হলে প্রবাসী ও দেশের মানুষের জন্য বড় উপকার হবে।”
তিনি জানান, “টার্মিনাল উদ্বোধনের তারিখ শিগগির নির্ধারণ করে গণমাধ্যমকে জানানো হবে।”
ইমিগ্রেশন প্রক্রিয়া নিয়ে তিনি বলেন, “ইমিগ্রেশনে কী পরিমাণ জনবল প্রয়োজন হবে তা বিশ্লেষণ করে দেখা হচ্ছে। তৃতীয় টার্মিনালের অপারেশনাল সক্ষমতা অনেক বেশি।”
© সকল কিছুর স্বত্বাধিকারঃ জুলাই ৩৬ নিউজ