প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2025 ইং || প্রকাশের তারিখঃ Jul 20, 2025 ইং
তারেক রহমানের বিরুদ্ধে ‘অবমাননাকর’ বক্তব্যের প্রতিবাদে হাতিরঝিল থানা বিএনপির বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক | জুলাই৩৬ নিউজ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচার ও অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে হাতিরঝিল থানা বিএনপির নেতা-কর্মীরা।
রোববার (২০ জুলাই) বিকেলে রাজধানীর বাংলামোটর বিএম স্কুলের সামনে প্রথমে ছোট ছোট মিছিল নিয়ে একত্রিত হন দলীয় নেতা-কর্মীরা। পরে তারা সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।
"ষড়যন্ত্রকারীরা সক্রিয়”—নেতাকর্মীদের অভিযোগ
সমাবেশে বক্তারা অভিযোগ করেন,
“একটি বিশেষ রাজনৈতিক দল তাদের গুপ্ত রাজনীতি অব্যাহত রেখেছে এবং নানা সময়ে তারা বিএনপির শীর্ষ নেতৃত্বকে হেয় করতে চায়। তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের মাধ্যমে তারা আবারও ষড়যন্ত্রে মেতে উঠেছে।”
নেতারা অবিলম্বে তারেক রহমানকে নিয়ে কটূক্তিকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
তারেক রহমানের বিরুদ্ধে অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে রাজধানীতে হাতিরঝিল থানা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ,
সাম্প্রতিক এক আলোচনাপত্রে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে একটি মহলের বিতর্কিত মন্তব্য ঘিরে উত্তেজনা তৈরি হয়। এর প্রতিবাদেই বিএনপির বিভিন্ন ইউনিট মাঠে নেমেছে।
হাতিরঝিল থানা বিএনপি জানায়,
“আমরা রাজপথে ছিলাম, আছি এবং থাকবো—তারেক রহমান আমাদের প্রেরণার উৎস।”
© সকল কিছুর স্বত্বাধিকারঃ জুলাই ৩৬ নিউজ