
মোঃ শাহীন হোসেন, শার্শা (যশোর) প্রতিনিধিঃ
যশোরের শার্শা সীমান্তে মাদকদ্রব্য ও অবৈধ পণ্যবাহী একটি চোরাচালান চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৩,৬৯,০০০ (তিন লক্ষ ঊনসত্তর হাজার) টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ শনিবার (২০ জুলাই ২০২৫) ৪৯ বিজিবি যশোর ব্যাটালিয়নের পাঁচপীরতলা, শিকারপুর বিওপি, বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্ট সীমান্ত এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে বিজিবি’র টহলদল বিদেশি মদ, ভারতীয় ফেন্সিডিল, বিভিন্ন ধরনের শাড়ি ও কসমেটিকস সামগ্রী উদ্ধার করে।
এ প্রসঙ্গে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী (এসপিপি, পিএসসি) বলেন,
"দীর্ঘদিন ধরে সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি বিশেষ গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। আমাদের এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"
উল্লেখ্য, যশোর সীমান্ত এলাকা দিয়ে প্রায়শই মাদক ও চোরাচালান পণ্যের গমনাগমন ঘটে থাকে, যা প্রতিরোধে বিজিবি’র এই তৎপরতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।