প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2025 ইং || প্রকাশের তারিখঃ Jul 20, 2025 ইং
জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিসের কার্যক্রম বন্ধ করতে হবে — পীর সাহেব চরমোনাই

২০ জুলাই, ঢাকা | জুলাই৩৬নিউজ ডেস্ক —
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) আজ এক বিবৃতিতে বলেন, “দেশ ও জাতির দীর্ঘমেয়াদী স্বার্থ বিবেচনায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিসের কার্যক্রম অবিলম্বে বন্ধ করতে হবে।”
তিনি বলেন, বর্তমান বিশ্ব বাস্তবতায় জাতিসংঘ একটি ব্যর্থ ও অপ্রাসঙ্গিক সংস্থায় পরিণত হয়েছে। ফিলিস্তিন, ইয়েমেন, আরাকান ও আফ্রিকার বিভিন্ন অঞ্চলে মানবাধিকারের চূড়ান্ত লঙ্ঘনের সময়ও জাতিসংঘ নিষ্ক্রিয় থেকেছে। এমনকি শান্তিপূর্ণ বাংলাদেশের মতো দেশে একটি ব্যর্থ সংগঠনের অফিস খোলার প্রয়োজন নেই, বরং তা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি।
🔹 ৫ আগস্টের পরে সরকারকে দেওয়া সমর্থনের প্রেক্ষাপট তুলে ধরে পীর সাহেব বলেন, “আমরা ড. মুহাম্মদ ইউনুসের সরকারকে ফ্যাসিবাদের বিচার, নির্বাচন ব্যবস্থা সংস্কার ও একটি নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রশ্নাতীত সমর্থন দিয়েছিলাম। কিন্তু এখন সরকার তার মূল ম্যান্ডেট উপেক্ষা করে জাতিসংঘের অফিস খোলার মতো অপ্রাসঙ্গিক ইস্যুতে ব্যস্ত হয়ে পড়েছে।”
🔹 মানবাধিকার সংজ্ঞা নিয়ে পশ্চিমা দৃষ্টিভঙ্গির সমালোচনা করে তিনি বলেন, “পশ্চিমারা সমকামীতা, গর্ভপাত, ট্রান্সজেন্ডার অধিকার ও মৃত্যুদণ্ড বিলুপ্তিকে মানবাধিকার বলে; অথচ আমাদের সমাজ-সংস্কৃতিতে এসব অপরাধ। এই অফিসের মাধ্যমে তারা এগুলোকে স্বাভাবিক করতে চাপ দেবে এবং বিরোধিতা পেলে বাংলাদেশকে মানবাধিকারের শত্রু হিসেবে তুলে ধরবে। এর ফলে দেশের ভাবমূর্তি, বিনিয়োগ ও পর্যটন খাত ক্ষতিগ্রস্ত হবে।”
🔹 তিনি আশঙ্কা প্রকাশ করেন, “জাতিসংঘের এই কার্যালয় জাতির বুকে এক ভয়ংকর বিষবৃক্ষ হয়ে দাঁড়াতে পারে। ড. ইউনুসের নেতৃত্বে যেভাবে এই প্রক্রিয়া এগুচ্ছে, তা জাতির জন্য দীর্ঘমেয়াদে বিপজ্জনক হয়ে উঠবে।”
🔹 সরকারের উদ্দেশ্যে পীর সাহেব চরমোনাই বলেন, “আমরা জানতে চাই—এই অফিসের কর্মকৌশল কী? লক্ষ্য কী? বাংলাদেশে তো কোনো যুদ্ধাবস্থা নেই, নেই কোনো জাতিগত সহিংসতা—তাহলে এর প্রয়োজন কীসের?”
শেষে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “এই অভিশপ্ত অফিস অনুমোদন অবিলম্বে বাতিল না করলে, দেশের স্বার্থ রক্ষায় আমরা রাজপথে অবস্থান নিতে বাধ্য হব।”
© সকল কিছুর স্বত্বাধিকারঃ জুলাই ৩৬ নিউজ