
উত্তরা, ঢাকা | সোমবার, ২১ জুলাই ২০২৫
রাজধানীর উত্তরা দিয়াবাড়ির মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় একজন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
আজ দুপুর ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করে এবং কিছুক্ষণের মধ্যেই মাইলস্টোন কলেজ সংলগ্ন এলাকায় ভেঙে পড়ে। বিকট শব্দে কেঁপে ওঠে চারপাশ, সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় বিধ্বস্ত উড়োজাহাজটিতে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লিমা খানম বেলা দুইটার কিছু পরে বলেন,
“আহত চারজনকে বিমানবাহিনীর হেলিকপ্টারে করে সিএমএইচ (সম্মিলিত সামরিক হাসপাতাল)-এ নেয়া হয়েছে।”
উদ্ধার অভিযানে অংশ নিয়েছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট, যেগুলো উত্তরা, কুর্মিটোলা, মিরপুর, টঙ্গী, পূর্বাচলসহ বিভিন্ন স্টেশন থেকে এসেছে। পাশাপাশি পুলিশ, সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যরাও ঘটনাস্থলে মোতায়েন রয়েছে।
মাইলস্টোন কলেজের একাধিক শিক্ষার্থী জানান,
“আমরা ক্লাসে ছিলাম, হঠাৎ বিকট শব্দে জানালার কাঁচ ভেঙে পড়ে যায়। পরে দেখি বাইরে ধোঁয়া আর আগুন।”
আইএসপিআর নিশ্চিত করেছে, এটি একটি এফ-৭ বিজেআই মডেলের ফাইটার জেট ছিল, যা নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে উড্ডয়ন করেছিল।