
ঢাকা | জুলাই৩৬ নিউজ |
অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম জানিয়েছেন, আগামীকাল মঙ্গলবার (২২ জুলাই) অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে।
সোমবার দিবাগত মধ্যরাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ তথ্য জানান।
এই সিদ্ধান্তের পেছনে কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের মর্মান্তিক দুর্ঘটনা। এতে বহু হতাহতের ঘটনা ঘটেছে এবং সারা দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
মাহফুজ আলম তার পোস্টে লেখেন,
“এই মুহূর্তে জাতীয় শোকের আবহে, আমরা আগামীকালের (২২ জুলাই) এইচএসসি পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছি। নতুন তারিখ পরবর্তীতে জানানো হবে।”