
ঢাকা | ২২ জুলাই | জুলাই৩৬ নিউজ ডেস্ক
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে শিক্ষক-শিক্ষার্থীসহ হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে জাতীয় ঐকমত্য কমিশন। মঙ্গলবার (২২ জুলাই) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অনুষ্ঠিত দ্বিতীয় ধাপের ১৭তম দিনের আলোচনার শুরুতে এই শোকপ্রস্তাব পাঠ করা হয়।
দাঁড়িয়ে এক মিনিট নীরবতা, আহতদের জন্য দোয়া
আলোচনার শুরুতেই নিহতদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। পরে আহতদের দ্রুত আরোগ্য কামনায় দোয়া করা হয়।
কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার শোকপ্রস্তাব পাঠ করেন।
অধ্যাপক আলী রীয়াজের বক্তব্য:
“আমরা গভীর শোকাবহ একটি সময়ে আজকের আলোচনায় অংশ নিয়েছি। ফুলের মতো কোমল শিক্ষার্থী ও শিক্ষকরা ঝরে গেল। আমরা যেন এই পরিবারগুলোর পাশে দাঁড়াতে পারি।”
তিনি আরও বলেন —
“ঘটনার সুষ্ঠু তদন্ত, নিহতদের যথাযথ ক্ষতিপূরণ, আহতদের বিনামূল্যে উন্নত চিকিৎসা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। যেন ভবিষ্যতে এমন দুর্ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সেই লক্ষ্যে কার্যকর সংস্কার দরকার।”
সরকারিভাবে দুর্ঘটনার তদন্ত কমিটি গঠন ও প্রকাশযোগ্য প্রতিবেদন
রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের বার্তা
শোকপ্রস্তাবে অংশ নিয়ে রাজনৈতিক দলগুলোর নেতারা এ ঘটনাকে "জাতীয় ট্র্যাজেডি" হিসেবে আখ্যা দেন।
তারা এক কণ্ঠে বলেন—
“এটি রাজনৈতিক বিভাজনের নয়, মানবিক ঐক্যের মুহূর্ত। সবাই মিলে এই ব্যর্থতার দায় চিহ্নিত করতে হবে।”
ঐকমত্য কমিশনের মূল আলোচ্যসূচি (২২ জুলাই):
প্রধান উপদেষ্টার সহকারীর আবেগঘন উক্তি:
“এই সকালে আলোচনা স্থগিত রাখার সুযোগ নেই। কারণ সময় আমাদের হাতে নেই, আর দেশের মানুষের চোখ এখন আমাদের দিকে।”