
জুলাই৩৬ নিউজ ডেস্ক
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে বহু শিক্ষার্থী হতাহত হওয়ার ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পড়েন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা সি আর আবরার এবং আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে এসে উপদেষ্টারা প্রায় ৯ ঘণ্টা অবরুদ্ধ থাকেন কলেজের একটি ভবনে। সন্ধ্যা সোয়া ৭টায় পুলিশ পাহারায় তারা দিয়াবাড়ি এলাকা ত্যাগ করেন।
বিক্ষোভের মুখে "ভুয়া ভুয়া" স্লোগান
কলেজ ক্যাম্পাসে প্রবেশ করতেই উত্তেজিত শিক্ষার্থীরা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিয়ে দুই উপদেষ্টার বিরোধিতা করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তারা ৫ নম্বর ভবনের কনফারেন্স কক্ষে আশ্রয় নেন। কিন্তু দ্রুতই পুরো ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে খবর— উপদেষ্টারা ভবনের ভেতরে অবস্থান করছেন। কয়েক হাজার শিক্ষার্থী ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে।
শিক্ষার্থীদের ক্ষোভ ও ৬ দফা দাবি
দুর্ঘটনার পর শিক্ষার্থীরা ঝুঁকিপূর্ণ প্রশিক্ষণ বিমান বাতিল, নিহতদের পরিচয় প্রকাশ, আহতদের চিকিৎসা, এবং দায়ীদের শাস্তি নিশ্চিতসহ ৬ দফা দাবি জানায়। বিকেল পর্যন্ত দাবি আদায়ে তারা রাস্তায় অবস্থান নেয়।
ব্যবস্থাপনার ত্রুটি ও ক্ষোভ
শিক্ষার্থীরা অভিযোগ করেন— দুর্ঘটনার পর কর্তৃপক্ষ উদ্ধার ও চিকিৎসায় চরম ব্যর্থতা দেখিয়েছে। সংকীর্ণ প্রবেশপথ, অ্যাম্বুলেন্সের বিলম্ব, শিক্ষার্থী আইডিতে অভিভাবকের ফোন নম্বর না থাকা ইত্যাদি বিষয় শিক্ষার্থীদের ক্ষোভ বাড়িয়ে তোলে।
সরকারের অবস্থান ও শোক প্রস্তাব
এই ঘটনার প্রেক্ষিতে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, সরকার শিক্ষার্থীদের ৬ দফা দাবি মেনে নিয়েছে। এদিকে জাতীয় ঐকমত্য কমিশনও ঘটনাটির জন্য গভীর শোক প্রকাশ করেছে এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও ক্ষতিপূরণ দাবি করেছে।
বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রিট
বিধ্বস্তের ঘটনায় বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন হাইকোর্টে রিট দায়ের করেছেন। রিটে জনবহুল এলাকায় ত্রুটিপূর্ণ বিমানের উড্ডয়ন নিষিদ্ধ এবং আহতদের বিদেশে উন্নত চিকিৎসা নিশ্চিতের দাবি জানানো হয়েছে।