
‘ঢাকা | জুলাই৩৬ নিউজ ডেস্ক
উত্তরার মাইলস্টোন ট্র্যাজেডি নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন,
“যেসব শিশু ও মানুষ মারা গেল, তারা তো আর ফিরবে না। কিন্তু তাদের মৃত্যুর কারণ, দায় কার— তা জানতে জাতি অধীর আগ্রহে অপেক্ষা করছে। বিমানটি ওড়ার উপযুক্ত ছিল কি না, তা তদন্ত করে জনসম্মুখে প্রকাশ করতে হবে।”
মঙ্গলবার (২২ জুলাই) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে উত্তরায় ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
‘এই ট্র্যাজেডি কীভাবে হলো?’
গয়েশ্বর বলেন,
“একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান জনবহুল শহরের আকাশে কেন ওড়ে? প্রশিক্ষণের জন্য এটি উপযুক্ত স্থান কি? আর বিমানটি ফিট ছিল কি না, তা কি পরীক্ষা করা হয়েছিল? এসব প্রশ্নের জবাব জনগণের জানা উচিত।”
তিনি আরও যোগ করেন,
“আমরা চাই, নিরপেক্ষ তদন্ত হোক এবং সেই তদন্ত রিপোর্ট জনসম্মুখে প্রকাশ করা হোক। যাতে ভবিষ্যতে এমন বিপর্যয় আর না ঘটে।”
গতকাল সোমবার (২১ জুলাই) দুপুরে উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে আছড়ে পড়ে বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান।
বিমানটির জ্বালানি ট্যাংক বিস্ফোরিত হলে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। শিশু শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী— বহু মানুষ দগ্ধ হন।
সর্বশেষ পাওয়া তথ্যমতে, এ ঘটনায় ২৭ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ২৫ জনই শিশু শিক্ষার্থী। আহত হয়েছেন শতাধিক। রাজধানী ও নারায়ণগঞ্জের বিভিন্ন হাসপাতাল দগ্ধ ও আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হয়েছেন।