
খুলনা প্রতিনিধি, ২৩ জুলাই:
“জনগণ আর ফিরে যেতে চায় না নির্যাতন-নিষ্পেষণের যুগে, তারা চায় ন্যায়ভিত্তিক রাষ্ট্র” — ফুলতলা-ডুমুরিয়ার আসন কমিটির প্রতিনিধি সমাবেশে এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
বুধবার বিকেলে খুলনার শিরোমণি হাফিজিয়া মাদরাসা অডিটোরিয়ামে অনুষ্ঠিত সমাবেশে তিনি বলেন, “গত ১৬-১৭ বছরে এই দেশে যে দুঃশাসন, জুলুম ও অপকর্ম হয়েছে, তা থেকে জনগণ মুক্তি চায়। একটি কল্যাণকর রাষ্ট্র গড়ে তুলতে হবে, যেখানে থাকবে না দুর্নীতি, অন্যায় কিংবা ক্ষমতার অপব্যবহার।”
তিনি বলেন, “শাসক হবে সেবক, শাসক যেন শোষক না হয় – জামায়াত এমন একটি রাষ্ট্রের স্বপ্ন দেখে। জনগণের মালিকানায় পরিচালিত একটি ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য।”
তিনি আরও বলেন, “টেকসই উন্নয়নের জন্য দরকার সৎ নেতৃত্ব। জামায়াতের দুইজন মন্ত্রী জোট সরকারের আমলে দায়িত্বে ছিলেন, তাদের বিরুদ্ধে এক টাকার দুর্নীতির প্রমাণও নেই। এই দলই পারে স্বচ্ছতা নিশ্চিত করতে।”
সমাবেশে সভাপতিত্ব করেন আসন কমিটির আহ্বায়ক মুন্সি মিজানুর রহমান এবং পরিচালনা করেন সদস্য সচিব অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন:
সকালবেলায় ফুলতলার জামিরা ইউনিয়নে গণসংযোগ ও মহিলা সমাবেশে অংশ নিয়ে অধ্যাপক পরওয়ার বলেন, “দেশে ৯০% মুসলমানের বসবাস হলেও কুরআনের শাসন কায়েম হয়নি। এখন সময় এসেছে ইসলামপন্থী নেতৃত্বকে ভোটের মাধ্যমে সংসদে পাঠানোর।”
তিনি আরও বলেন, “রাসূল (সা.) কুরআন ও সুন্নাহর ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করেছিলেন। আমরাও চাই তেমন একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠন করতে, যেখানে সুদ, ঘুষ, ধর্ষণ, দুর্নীতি থাকবে না।”
ইসলামপন্থীদের ঐক্য প্রসঙ্গে তিনি বলেন, “আলেম-ওলামারা এখন একমত — ইসলামি ভোটকে একত্র করে আগামী নির্বাচনে ন্যায়ভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে।”
শেষে তিনি বলেন, “ব্যালট বিপ্লবের মাধ্যমে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করাই এখন সময়ের দাবি। তরুণ প্রজন্ম চায় সৎ ও মেধাবী নেতৃত্ব – জামায়াত সেই নেতৃত্ব দিতে প্রস্তুত।”