শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের সীমান্ত পথে ভারত থেকে বাংলাদেশে ১০ জনকে পুশইন করা হয়েছে। এই দলের মধ্যে চারজন শিশু রয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) দিবাগত রাতে বিএসএফ (বর্ডার সিকিউরিটি ফোর্স) এদেরকে পুশইন করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পুশইন হওয়া ব্যক্তিরা হলেন:
মুক্তা (৩২) ও তার তিন সন্তান - মো. সজিব (১২), মো. সিয়াম (৮) ও মো. বিল্লাল (৬)। তারা নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার বাসিন্দা।
জাকিরুল ইসলাম (৩৪), তার স্ত্রী জেসমিন আক্তার (২৮) ও তাদের সন্তান জিসান (৪)। তারা নারায়ণগঞ্জের বন্দর এলাকার বাসিন্দা।
রিয়াজুল ইসলাম (২৮), তার স্ত্রী শাকিলা আক্তার (২২) ও তাদের সন্তান শামীম (২)। তারা নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকার বাসিন্দা।
খবর পেয়ে ঝিনাইগাতী থানা পুলিশ ও বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পুশইন হওয়া ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তারা প্রত্যেকেই গত তিন থেকে চার মাস আগে কাজের সন্ধানে ভারতে গিয়েছিলেন।
জুলাই ৩৬ নিউজ