ঢাকা | বঙ্গাব্দ

বরিশাল সিটি করপোরেশনের স্টল বরাদ্দ নিয়ে রমরমা ভাড়াবাণিজ্য।

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 12, 2025 ইং
বরিশাল সিটি ছবির ক্যাপশন: বরিশাল সিটি
ad728

বরিশাল সিটি করপোরেশনের স্টল বরাদ্দ নিয়ে রমরমা ভাড়াবাণিজ্য চালাচ্ছেন স্টল মালিকরা। অভিযোগ রয়েছে, বরিশাল নগরীর ১২টি মার্কেটের ১ হাজার ৬৫০টি স্টলের প্রায় সবই চলে গেছে জনপ্রতিনিধি ও প্রভাবশালীদের হাতে। শুধু তাই নয়, খোদ বরিশাল সিটি করপোরেশনের কর্মকর্তা ও কর্মচারীদের হাতেও গেছে স্টলের বরাদ্দ। বরিশাল সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ও প্রভাবশালীদের হাতে স্টলের বরাদ্দ কুক্ষিগত হলেও শত চেষ্টা করেও স্টলের বরাদ্দ না পেয়ে বঞ্চিত হচ্ছেন প্রকৃত ব্যবসায়ীরা।

বরিশাল সিটি করপোরেশনের আয় বৃদ্ধির অন্যতম খাত বিভিন্ন মার্কেটের স্টল। এ সব স্টল বরাদ্দ নিয়ে একটি চক্র লাভবান হলেও কর্তৃপক্ষের হাত থেকে যাচ্ছে শূন্য। নিয়ম-নীতি উপেক্ষা করে স্টল মালিকদের হাতে বড় অঙ্কের টাকা তুলে দিয়ে ব্যবসা চালাতে হচ্ছে প্রকৃত ব্যবসায়ীদের। পজিশন বাবদ তাদের গুনতে হচ্ছে স্টলপ্রতি অন্তত ১০ থেকে ২০ লাখ টাকা। পাশাপাশি মাসিক ভাড়া গুনতে হচ্ছে ১০ থেকে ৩০ হাজার টাকা। এতে বিপুল অঙ্কের টাকা লেনদেন হলেও এর ছিটেফোঁটাও পাচ্ছে না বরিশাল সিটি করপোরেশন। তাদের হাত শূন্যই থেকে যাচ্ছে। সবচেয়ে বেশি বঞ্চনার শিকার হচ্ছেন প্রকৃত ব্যবসায়ীরা। তারা জনপ্রতিনিধি, বিসিসির কর্মকর্তা-কর্মচারী ও প্রভাবশালীদের ক্ষমতার দাপটের কাছে অসহায় হয়ে পড়েছেন। শত চেষ্টার পরও কোনোভাবেই স্টল বরাদ্দ পাচ্ছেন না তারা।

এ প্রসঙ্গে জানতে চাইলে বরিশাল সিটি করপোরেশনের আয় বৃদ্ধির সবচেয়ে বড় এই ক্ষেত্রটিতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বস্ত করেছেন বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল বারী। তার মতে, শর্ত ভঙ্গকারীদের চুক্তি প্রয়োজনে বাতিল করা হবে। দ্রুত বিষয়টি জরুরি সভায় তুলে ধরা হবে এবং প্রকৃত ব্যবসায়ীদের জন্য বাজার নিশ্চিত করা হবে বলেও আশ্বাস দেন তিনি।

নিউজটি আপডেট করেছেন : জুলাই ৩৬ নিউজ

কমেন্ট বক্স