আজ যশোর শহরের কেন্দ্রীয় অংশে জাতীয় যুবশক্তি, এনএসপি – যশোর জেলা শাখার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন,
"বিভিন্ন এলাকায় চাঁদা না দিলে হামলা-মারধর এমনকি হত্যার মতো ভয়ঙ্কর ঘটনা ঘটছে। এসব বর্বরতার সঙ্গে জড়িতদের অবিলম্বে বিচার করতে হবে।"
বক্তারা আরও বলেন,
"রাজনৈতিক দলের নাম ব্যবহার করে যারা চাঁদাবাজি করে, তাদের বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়াতে হবে। এই অন্যায়ের বিরুদ্ধে আমরা রাজপথে আছি, থাকব।"
বিক্ষোভ মিছিলে বিভিন্ন শ্রেণি-পেশার যুবকরা অংশ নেন।
“চাঁদাবাজি, হামলা, হত্যা — এই রাজনীতি চলবে না।”
আয়োজনে উপস্থিত ছিলেন: জেলা ও থানা পর্যায়ের যুব নেতৃবৃন্দ,ছাত্র সমাজের প্রতিনিধিরা,সচেতন সাধারণ নাগরিক।
জাতীয় যুবশক্তি তাদের বক্তব্যে ঘোষণা দেয় যে,
যতদিন পর্যন্ত অপরাধীদের বিচার না হবে, তারা দেশের প্রতিটি জেলায় এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ চালিয়ে যাবে।
জুলাই ৩৬ নিউজ