নিজস্ব প্রতিবেদক | সিলেট
বিএনপি কখনো মব ভায়োলেন্সে (জনগণকে উসকে দিয়ে সহিংসতা) বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
আজ (রোববার) দুপুরে সিলেট মহানগরীর পিটিআই মিলনায়তনে অনুষ্ঠিত সিলেট মহানগর বিএনপির বিশেষ সভায় তিনি এ মন্তব্য করেন।
বক্তব্যে ডা. জাহিদ হোসেন বলেন,
"বিএনপি কখনোই আইন নিজের হাতে তুলে নেওয়ার রাজনীতিতে বিশ্বাস করে না। আমরা আইনের শাসনে বিশ্বাস করি।"
তিনি মিটফোর্ড হাসপাতাল এলাকায় সংঘটিত সাম্প্রতিক সহিংসতার প্রসঙ্গে বলেন,
"যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, বিএনপি তার বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিয়েছে। অভিযুক্তদের বহিষ্কার করা হয়েছে, প্রতিবাদ জানানো হয়েছে। কিন্তু দুঃখজনকভাবে এখনও অনেককে গ্রেপ্তার করা হয়নি। এটা সরকারের ব্যর্থতা।"
‘সরকারি দোসরদের কারণে অন্যায়কারীরা ধরাছোঁয়ার বাইরে’
সরকারের ভেতরে থাকা "আওয়ামী দোসরদের" প্রসঙ্গ টেনে ডা. জাহিদ হোসেন বলেন,
"সরকারের অভ্যন্তরে কিছু সুবিধাভোগী দোসর আছে বলেই তাদের ডান-বাম পাশে থাকা অন্যায়কারীদের গ্রেপ্তার করা হচ্ছে না।"
তিনি আশ্বস্ত করেন, "বিএনপি অতীতেও অন্যায়কারীকে প্রশ্রয় দেয়নি, আগামীতেও দেবে না।"
সিলেট মহানগর বিএনপির সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতারা।
সভায় মহানগর বিএনপির শীর্ষ নেতাসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
জুলাই ৩৬ নিউজ