নিজস্ব প্রতিবেদক,
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “গণঅভ্যুত্থানের মাধ্যমে যে আন্দোলন শুরু হয়েছে, তা যেন আবার পুরোনো দুর্নীতি ও মাফিয়া তন্ত্রে ফিরে না যায়।” আজ দুপুরে পিরোজপুর শহরের কেন্দ্রীয় শহিদ মিনারে অনুষ্ঠিত এক পথসভায় তিনি এ কথা বলেন।
‘জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে পিরোজপুরে এটি ছিল এনসিপির ১৩তম দিনের কর্মসূচি। সকাল থেকেই শহিদ মিনার চত্বরে নেতাকর্মীদের ভিড় লক্ষ্য করা যায়। বিকেলে পথসভায় বক্তব্য দেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।
তিনি বলেন, “এখন অনেকেই শুধু নির্বাচন চাচ্ছেন। কিন্তু আমরা চাই, আগে সংস্কার হোক, দুর্নীতির দায়ে আওয়ামী লীগের বিচার হোক, তারপর একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হোক।”
নাহিদ ইসলাম আরও বলেন, “বর্তমান সময়ে দেশের প্রতিটি ক্ষেত্রে বৈষম্য প্রকট। এনসিপি সেই বৈষম্য নিরসনে একটি নতুন ব্যবস্থাপনার বাস্তবায়ন চায়, যেখানে সমতা, ন্যায়বিচার ও জবাবদিহিতা থাকবে।”
এ সময় স্থানীয় পর্যায়ের এনসিপি নেতারা উপস্থিত ছিলেন। পথসভা শেষে সংক্ষিপ্ত র্যালি বের করা হয়।
জুলাই ৩৬ নিউজ