নিজস্ব প্রতিবেদক,
কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের চরিত্রহনন একেবারেই অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার (১৩ জুলাই) দুপুরে তার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
ডা. শফিক লিখেন, “সম্প্রতি দিনগুলোতে আমাদের সমাজজীবনে অনেকগুলো বেদনাদায়ক ঘটনা ঘটে চলেছে। এসব বিষয়কে কেন্দ্র করে সমাজকে শৃঙ্খলায় ফিরিয়ে আনার দায়িত্ব এককভাবে কারও নয়। সরকারের পাশাপাশি রাজনৈতিক দলসমূহ ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকেও এ ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।”
তিনি বলেন, “এ ধরনের স্পর্শকাতর সময়ে জাতীয় ঐক্যের ন্যূনতম জায়গাটা থাকা একান্ত প্রয়োজন। মতপ্রকাশের স্বাধীনতা অবশ্যই প্রত্যেক নাগরিকের অধিকার। তবে অন্যায়ের প্রতিবাদ হোক শালীন ভাষায়; সমালোচনা হোক যুক্তি ও তথ্যভিত্তিক।”
ফেসবুক পোস্টে তিনি আরও স্পষ্ট করে বলেন, “কোনো ব্যক্তি বা দলের চরিত্রহনন একেবারেই অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয়।”
জুলাই ৩৬ নিউজ