আন্তর্জাতিক ডেস্ক
ভারতের তামিলনাড়ু রাজ্যে একটি মালবাহী ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ (রোববার, ১৩ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে ত্রিভাল্লুর রেল স্টেশনে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে এনডিটিভি।
জানা গেছে, মানালি থেকে ত্রিপতি অঞ্চলে যাচ্ছিল ট্রেনটি। স্টেশনে পৌঁছানোর পর হঠাৎ করেই এতে আগুন ধরে যায়। দাহ্য পদার্থ বহনের কারণে দ্রুত ছড়িয়ে পড়ে আগুন, পুড়ে যায় ডিজেলভর্তি ৪টি বগি।
দমকল বাহিনী ও উদ্ধারকর্মীরা কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
তবে এখনো আগুন লাগার কারণ জানা যায়নি। রাজ্য দমকল বিভাগের প্রধান জানিয়েছেন, দ্রুতই তদন্ত করে কারণ উদঘাটনের চেষ্টা করা হবে।
ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। নিরাপত্তার স্বার্থে কিছু সময়ের জন্য ট্রেন চলাচলও বন্ধ রাখা হয় বলে জানা গেছে।
জুলাই ৩৬ নিউজ