ডাম্বুল্লা, ১৩ জুলাই:
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে দুর্দান্ত এক প্রত্যাবর্তন করেছে বাংলাদেশ। ডাম্বুল্লায় অনুষ্ঠিত ম্যাচে ৮৩ রানের বিশাল জয় পেয়েছে টাইগাররা। এই জয়ে সিরিজে ১-১ ব্যবধানে সমতা ফিরে পায় সফরকারীরা।
টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে বাংলাদেশ। মাত্র দুই ওভারের মধ্যেই দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে যায় দল। তবে দলকে সেই চাপ থেকে উদ্ধার করেন অধিনায়ক লিটন কুমার দাস। ব্যাট হাতে দেখান নেতৃত্বর উদাহরণ।
প্রথমে তৌহিদ হৃদয়ের (৩১) সঙ্গে এবং পরে শামিম হোসেনের (৪৮) সঙ্গে গড়েন গুরুত্বপূর্ণ দুইটি জুটি। নিজের ইনিংসে ৪টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৭৬ রান করে সাজঘরে ফেরেন লিটন, যা ম্যাচের সর্বোচ্চ ইনিংস এবং তাকেই এনে দেয় ম্যাচসেরার পুরস্কার।
শ্রীলঙ্কার হয়ে বিনুরা ফারনান্দো ৩ উইকেট নেন। তবে রান আটকাতে পারেননি লঙ্কান বোলাররা।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই বাংলাদেশের বোলিং আক্রমণের মুখে পড়েন শ্রীলঙ্কার ব্যাটাররা। রিশাদ হোসেন ৩টি, সাইফউদ্দিন ও শরিফুল ইসলাম ২টি করে উইকেট নেন। শেষ পর্যন্ত মাত্র ৯৪ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা।
এই জয়ে সিরিজে প্রাণ ফিরে পেল বাংলাদেশ। তৃতীয় ও শেষ ম্যাচ হবে সিরিজ নির্ধারণী, যেখানে জয় নিশ্চিত করতে মরিয়া থাকবে দুই দলই।
জুলাই ৩৬ নিউজ