ঢাকা | বঙ্গাব্দ

মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা স্টার্টআপে স্পেসএক্সের ২০০ কোটি ডলার বিনিয়োগ

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 14, 2025 ইং
সংগৃহীত ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728


টেক ডেস্ক

কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে প্রভাব বিস্তার করতে এবার আরও বড় পদক্ষেপ নিচ্ছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। তার মালিকানাধীন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্স ২০০ কোটি ডলার বিনিয়োগ করতে যাচ্ছে মাস্কের নতুন এআই স্টার্টআপ xAI-এ।

ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে (শনিবার, ১২ জুলাই) জানানো হয়, মাস্কের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (X) এবং স্পেসএক্স—দুই প্রতিষ্ঠানের সঙ্গে একীভূত হচ্ছে এই নতুন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানি।

সমন্বিতভাবে এক্স, স্পেসএক্স ও xAI-এর সম্মিলিত বাজারমূল্য দাঁড়াবে প্রায় ১১ হাজার ৩০০ কোটি ডলার, যা বর্তমান প্রযুক্তি বাজারে এক উল্লেখযোগ্য শক্তি হিসেবে বিবেচিত হবে।

মাস্কের এই উদ্যোগকে দেখা হচ্ছে ওপেনএআই ও গুগল ডিপমাইন্ডের মতো প্রতিষ্ঠানের বিরুদ্ধে পাল্টা জবাব হিসেবে। প্রযুক্তি বিশ্লেষকদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তায় নেতৃত্ব নেওয়ার লক্ষ্যে এটি মাস্কের অন্যতম বড় পদক্ষেপ।


নিউজটি আপডেট করেছেন : জুলাই ৩৬ নিউজ

কমেন্ট বক্স