নিজস্ব প্রতিবেদক
আজ বুধবার, ১৬ জুলাই বাংলাদেশে ‘জুলাই শহিদ দিবস’ উপলক্ষে রাষ্ট্রীয়ভাবে শোক দিবস পালন করা হবে।
মঙ্গলবার (১৫ জুলাই) রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, দিবসটি উপলক্ষে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আজ বাংলাদেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
রাষ্ট্রীয় শোকের অংশ হিসেবে, গণঅভ্যুত্থানে শহিদদের আত্মার মাগফিরাত কামনায় দেশের সব মসজিদে বিশেষ দোয়া এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।
এর আগে, গত ২ জুলাই ২০২৫, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ১৬ জুলাইকে ‘জুলাই শহিদ দিবস’ হিসেবে ঘোষণা করে একটি প্রজ্ঞাপন জারি করা হয় এবং দিবসটি পালনের জন্য ‘খ’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে নির্ধারণ করা হয়।
🕊️ এই দিনে জাতি গভীর শ্রদ্ধায় স্মরণ করছে গণঅভ্যুত্থানে আত্মদানকারী শহিদদের।
জুলাই ৩৬ নিউজ