যশোর প্রতিনিধি
যশোরের অভয়নগর উপজেলার ডহর মশিহাটি গ্রামে দুর্বৃত্তদের অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত মতুয়া সম্প্রদায়ের ১৪টি পরিবারকে পুনর্বাসন করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
পুড়ে যাওয়া ১৯টি ঘর নতুন করে নির্মাণ করা হয়েছে এবং আসবাবপত্র ও নগদ অর্থ সহায়তা হিসেবে প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই ২০২৫) বিকেলে এক অনাড়ম্বর অনুষ্ঠানে ৫৫ পদাতিক ডিভিশনের কমান্ডার ও যশোর সেনানিবাসের জিওসি মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম আনুষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্তদের হাতে ঘরের চাবি ও নগদ সহায়তা তুলে দেন।
সেনাবাহিনীর এই দ্রুত ও মানবিক পদক্ষেপে স্থানীয় জনগণ প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
স্থানীয় জনপ্রতিনিধি ও সুশীল সমাজের নেতারাও উপস্থিত থেকে সেনাবাহিনীর এই উদ্যোগকে স্বাগত জানান।
এই ঘটনায় ক্ষতিগ্রস্ত মতুয়া সম্প্রদায়ের এক সদস্য বলেন
“আমরা হারিয়েছিলাম সবকিছু। সেনাবাহিনী আমাদের পাশে দাঁড়িয়ে আবারও মাথা গোঁজার ঠাঁই করে দিয়েছে। কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই।”
উল্লেখ্য, কিছুদিন আগে ওই গ্রামে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে মতুয়া সম্প্রদায়ের ঘরবাড়ি, আসবাব ও দৈনন্দিন ব্যবহার্য জিনিসপত্র সম্পূর্ণ পুড়িয়ে দেয়। ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও পুনর্বাসন কার্যক্রম হাতে নেয়।
জুলাই ৩৬ নিউজ