নিজস্ব প্রতিবেদক
‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে সবাইকে জুলাইয়ের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশের পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (১৫ জুলাই) দিবসটি উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এ আহ্বান জানান।
বাণীতে ড. ইউনূস বলেন—
“জুলাই শহীদরা একটি বৈষম্যহীন, দুর্নীতি ও স্বৈরাচারমুক্ত রাষ্ট্র ব্যবস্থার স্বপ্ন দেখেছিলেন। তারা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এক মহাকাব্যিক বীরত্বগাঁথা রচনা করে গেছেন।”
তিনি আরও বলেন—
“তাদের এই আত্মত্যাগের মাধ্যমে আমাদের যে সুযোগ সৃষ্টি হয়েছে, তা কাজে লাগাতে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
প্রধান উপদেষ্টা তার বাণীতে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাদের স্বপ্ন বাস্তবায়নে সকল নাগরিককে অংশগ্রহণমূলক ভূমিকায় আহ্বান জানান।
জুলাই ৩৬ নিউজ