নিজস্ব প্রতিবেদক
চলতি জুলাই মাসের প্রথম দিন থেকে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
এরই অংশ হিসেবে আজ বুধবার (১৬ জুলাই) গোপালগঞ্জে পদযাত্রা কর্মসূচি পালন করবে দলটি।
মঙ্গলবার (১৫ জুলাই) রাতে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানান।
পরে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারাসহ একাধিক কেন্দ্রীয় নেতা একই বিষয়ে ফেসবুকে পোস্ট করেন, যা দলীয় কর্মীদের মধ্যে উদ্দীপনা তৈরি করে।
দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, জুলাই মাসব্যাপী দেশের বিভিন্ন জেলা ও অঞ্চলে ধারাবাহিক পদযাত্রা কর্মসূচি চলবে।
এই পদযাত্রার লক্ষ্য—
নতুন প্রজন্মকে সচেতন করা, গণতন্ত্র, ন্যায়বিচার এবং সামাজিক সমতার বার্তা পৌঁছে দেওয়া।
এনসিপির এক কেন্দ্রীয় নেতা জানান, “এটি কেবল পদযাত্রা নয়, একটি চেতনামূলক গণআন্দোলনের সূচনা। আমরা মাঠেই মানুষের কথা শুনছি, তাদের দাবিকে সামনে আনছি।”
এনসিপির এই কর্মসূচি ইতোমধ্যেই রাজশাহী, নেত্রকোণা, যশোর, বরিশাল, কক্সবাজারসহ দেশের বিভিন্ন জেলায় অনুষ্ঠিত হয়েছে, যেখানে তরুণ সমাজ, শিক্ষার্থী, শ্রমজীবী ও প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ লক্ষণীয় ছিল।
জুলাই ৩৬ নিউজ