নিজস্ব প্রতিবেদক
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, "২০২৪ সালের জুলাই আন্দোলন আসলে গত ১৬ বছরের গণতন্ত্র রক্ষার আন্দোলনেরই বিজয়।"
মঙ্গলবার (১৫ জুলাই) এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন।
রিজভীর ভাষ্য অনুযায়ী, “বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গত ১৬ বছর ধরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য যে আন্দোলন ও প্রস্তুতি চলেছে, তারই পটভূমির ওপর দাঁড়িয়ে ‘জুলাই আন্দোলন’ সফলতা লাভ করেছে।”
তিনি বলেন,“দমন–পীড়ন, মিথ্যা মামলা ও গুম–খুনের ভয়ভীতি উপেক্ষা করে বিএনপির নেতাকর্মীরা মাঠে থেকেছে। আজকের অর্জন কোনো হঠাৎ ঘটনা নয়, এটা দীর্ঘদিনের ত্যাগ ও সংগ্রামের ফসল।”
রিজভী আরও বলেন, এই আন্দোলন দেশের জনগণের ভোটাধিকার, আইনের শাসন ও সুশাসনের দাবি পূরণের আন্দোলন।
তিনি নতুন রাজনৈতিক বাস্তবতায় দলকে আরও সংগঠিত ও শক্তিশালী করে তোলার আহ্বান জানান।
জুলাই ৩৬ নিউজ