ঢাকা | বঙ্গাব্দ

ফরিদপুরে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সরব উপস্থিতি, এনসিপি পিছিয়ে, মাঠে জামায়াত

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 16, 2025 ইং
সংগৃহীত ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728


ফরিদপুর প্রতিনিধি | জুলাই ১৬, ২০২৫

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরের চারটি আসনে রাজনীতি ক্রমেই সরব হয়ে উঠছে। মাঠে সক্রিয় হয়ে উঠেছেন বিএনপির মনোনয়নপ্রত্যাশীরা, তবে অন্তর্কোন্দল তাদের নির্বাচনী প্রস্তুতিকে প্রশ্নের মুখে ফেলেছে। এদিকে, নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এখনো জেলার সাংগঠনিক ভিত্তি গড়ে তুলতে পারেনি। অন্যদিকে নিজেদের মতো করেই এগিয়ে যাচ্ছে জামায়াতে ইসলামী।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ফরিদপুর-১ (আলফাডাঙ্গা–বোয়ালমারী–মধুখালী), ফরিদপুর-২ (নগরকান্দা–সালথা), ফরিদপুর-৩ (সদর) ও ফরিদপুর-৪ (ভাঙ্গা–চরভদ্রাসন–সদরপুর) আসন নিয়ে মোট চারটি সংসদীয় আসনে আগামী নির্বাচনে অংশ নেবে প্রধান রাজনৈতিক দলগুলো।

বিএনপির স্থানীয় নেতাকর্মীদের তথ্যমতে, চারটি আসনে দলটির ১৮ জন মনোনয়নপ্রত্যাশী ইতোমধ্যে নির্বাচনী মাঠে কাজ শুরু করেছেন। তারা গণসংযোগ, কর্মীসভা ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তবে প্রত্যেক আসনেই একাধিক প্রার্থীর সক্রিয়তা দলীয় ঐক্যে ফাটল ধরাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

ফরিদপুর বিএনপির এক শীর্ষস্থানীয় নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, "নেতৃত্বের অভ্যন্তরীণ কোন্দল আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। দলীয়ভাবে সমন্বয় না থাকলে কেন্দ্রীয় মনোনয়ন নিয়েও জটিলতা দেখা দিতে পারে।"
নতুন রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশকারী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এখনো ফরিদপুরে সংগঠন গড়ার প্রাথমিক পর্যায়েই রয়েছে। তাদের কোনো প্রার্থী এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষিত না হলেও, দলটির নেতাকর্মীরা জনসংযোগমূলক কার্যক্রম চালাচ্ছেন বলে জানা গেছে।

এনসিপির ফরিদপুর জেলার এক সমন্বয়কারী জানান, "আমরা মাঠে সক্রিয় আছি, তবে সংগঠনের বিস্তারে আরও সময় লাগবে। আমরা শিগগিরই সাংগঠনিক কাঠামো চূড়ান্ত করব।"

জামায়াতে ইসলামীর ফরিদপুর জেলা শাখা ইতোমধ্যে চারটি আসনের জন্য চারজন নেতাকে প্রাথমিকভাবে বাছাই করেছে। দলটি এখনো প্রকাশ্যে নির্বাচনী প্রচারণা শুরু না করলেও, তৃণমূলে সাংগঠনিক যোগাযোগ জোরদার করছে বলে স্থানীয় সূত্র জানায়।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপি যদি দলীয় কোন্দল নিরসন করতে না পারে, তবে এনসিপি ও জামায়াত উভয়ের জন্যই এটি সুযোগ হয়ে উঠতে পারে।

ফরিদপুরের রাজনৈতিক মাঠে বিএনপি প্রাধান্য বিস্তার করলেও, দলীয় ঐক্যের ঘাটতি এবং সাংগঠনিক দুর্বলতা আগামী নির্বাচনে তাদের জন্য বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াতে পারে। অন্যদিকে, নবীন দল এনসিপি ও পুরনো রাজনৈতিক শক্তি জামায়াত পরিস্থিতি পর্যবেক্ষণ করে নিজেদের অবস্থান সুসংহত করার চেষ্টা করছে।


নিউজটি আপডেট করেছেন : জুলাই ৩৬ নিউজ

কমেন্ট বক্স