নিজস্ব প্রতিবেদক | ১৬ জুলাই ২০২৫, বরিশাল
জুলাই অভ্যুত্থানের শহীদ ফয়সাল আহমেদ শান্ত’র প্রথম শাহাদাতবার্ষিকী উপলক্ষে তাঁর কবর জিয়ারত করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বরিশাল জেলা শাখার নেতৃবৃন্দ। আজ (বুধবার) সকালে বরিশালের গোরস্থানে তাঁরা উপস্থিত হয়ে শহীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।
ছাত্রশিবিরের নেতারা বলেন, “শহীদ ফয়সাল আহমেদ শান্ত ছিল একজন সাহসী ও আদর্শনিষ্ঠ ছাত্রনেতা। গণতান্ত্রিক অধিকার রক্ষায় তাঁর আত্মত্যাগ ইতিহাসে গৌরবময় স্থান করে নিয়েছে। আমরা তাঁর রক্তের ঋণ ভুলে যাইনি।”
শহীদ ফয়সালের শহীদ হওয়ার ঘটনা
২০২৪ সালের ১৬ জুলাই, দুপুর আনুমানিক ৩টার দিকে চট্টগ্রামের মুরাদপুর মোড়ে শিক্ষার্থীদের অবস্থানকালে ছাত্রলীগ ও যুবলীগের একটি সশস্ত্র দল ২নং গেটের দিক থেকে অতর্কিত হামলা চালায়। তখন সেখানে শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলেন শিক্ষার্থীরা। এক পর্যায়ে সন্ত্রাসীরা গুলিবর্ষণ শুরু করলে ফয়সাল আহমেদ শান্ত গুলিবিদ্ধ হন এবং মাটিতে লুটিয়ে পড়েন।
তাকে তাৎক্ষণিকভাবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনাটি সেই সময় সারাদেশে ছাত্রদের মাঝে তীব্র প্রতিক্রিয়া তৈরি করে এবং ‘জুলাই অভ্যুত্থান’ নামে পরিচিত একটি বৃহত্তর ছাত্র-আন্দোলনের অন্যতম ট্রিগার হয়ে ওঠে।
ছাত্রশিবির বরিশাল জেলা সভাপতি বলেন, “আমরা আজ শহীদ ফয়সালের শাহাদাতবার্ষিকীতে তাঁর স্বপ্ন ও সংগ্রামের কথা স্মরণ করছি। তাঁর রক্ত বৃথা যাবে না। আমাদের সংগ্রাম চলবে গণতন্ত্র, স্বাধীনতা এবং ছাত্র অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে।”
শহীদ ফয়সাল আহমেদ শান্ত বিভিন্ন সময় ছাত্র রাজনীতিতে সক্রিয় ছিলেন। তার মৃত্যু শুধুমাত্র একটি সহিংস ঘটনার শিকার নয়, বরং বর্তমান প্রজন্মের মধ্যে প্রতিবাদ ও গণচেতনার প্রতীক হিসেবে পরিগণিত হয়েছ
জুলাই ৩৬ নিউজ