ঢাকা | বঙ্গাব্দ

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে ঢাকায় মশাল মিছিলের ঘোষণা এনসিপির

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 16, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

বিশেষ প্রতিবেদক | ঢাকা | ১৬ জুলাই ২০২৫

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত শান্তিপূর্ণ সমাবেশে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগ কর্মীদের হামলা ও মঞ্চ ভাঙচুরের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে ঢাকায় মশাল মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

বুধবার (১৬ জুলাই) রাতেই রাজধানীতে এই মিছিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবদীন শিশির।

বিকালে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি বলেন, “এটি শুধু এনসিপির বিরুদ্ধে নয়, এটি বাংলাদেশের গণতন্ত্র ও রাজনৈতিক স্বাধীনতার বিরুদ্ধে সরাসরি আঘাত। হামলাকারীরা নিষিদ্ধ সংগঠনের সদস্য। আমরা এই ফ্যাসিবাদী আচরণের প্রতিবাদ জানাতে ঢাকায় মশাল মিছিল করবো।”

তিনি আরও বলেন,“সারা দেশে মানুষ আজ জেগে উঠেছে। এনসিপি শান্তিপূর্ণভাবে রাজপথে আছে এবং থাকবে। যারা হামলা করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে আন্দোলন আরও বেগবান হবে।

এনসিপি সূত্রে জানা গেছে, মশাল মিছিলটি রাত ৮টায় শাহবাগ মোড় থেকে শুরু হয়ে টিএসসি ও দোয়েল চত্বর হয়ে প্রেসক্লাবে গিয়ে শেষ হতে পারে।

আজ দুপুরে গোপালগঞ্জের উলপুর-দুর্গাপুর সড়কে এনসিপির পূর্বঘোষিত ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিতে মঞ্চে অতর্কিত হামলা চালায় সরকার সমর্থক ছাত্রলীগ-যুবলীগের কর্মীরা। মঞ্চ ভাঙচুর, ককটেল বিস্ফোরণ এবং পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।


নিউজটি আপডেট করেছেন : জুলাই ৩৬ নিউজ

কমেন্ট বক্স