ঢাকা | বঙ্গাব্দ

“মার্চ টু গোপালগঞ্জ”-এ হামলায় গভীর উদ্বেগ ও নিন্দা ছাত্রশিবিরের

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 16, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক | ১৬ জুলাই ২০২৫ | ঢাকা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পূর্বঘোষিত ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিতে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

আজ (১৬ জুলাই) ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম এক যৌথ বিবৃতিতে বলেন, “ফ্যাসিস্ট সরকারের পতনের পরও গণহত্যাকারী চক্র এখনো দেশে সহিংসতা ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত। গোপালগঞ্জে শান্তিপূর্ণ মিছিলে ককটেল বিস্ফোরণ, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও পরিকল্পিত হামলা একটি গভীর ষড়যন্ত্রের অংশ।”

নেতৃবৃন্দ বলেন,“এমন ন্যক্কারজনক হামলার সময় স্থানীয় প্রশাসন ও পুলিশ বাহিনীর নিষ্ক্রিয়তা প্রমাণ করে যে, প্রশাসনের একটি অংশ এখনো ফ্যাসিবাদী গোষ্ঠীর প্রতি আনুগত্যশীল। এটি গণতন্ত্র ও আইনের শাসনের জন্য বড় হুমকি।”

বিবৃতিতে তাঁরা উল্লেখ করেন, “বিগত সময়ের গণহত্যা, দমন-পীড়ন ও রাষ্ট্রীয় সন্ত্রাসের বিচার না হওয়ায় সন্ত্রাসীরা এখন আরও বেপরোয়া হয়ে উঠেছে। তবে দেশের মানুষ আর কখনোই ফ্যাসিবাদের পুনরাবৃত্তি চায় না। আইনের শাসন ও শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।”

ছাত্রশিবিরের ৩টি দাবি:

১. হামলার সঙ্গে জড়িত সকল দুষ্কৃতিকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি।
২. আহত পুলিশ সদস্যদের দ্রুত চিকিৎসা ও পুনর্বাসন।
৩. ফ্যাসিস্ট আমলে নিযুক্ত গোপালগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে প্রত্যাহার করে পূর্ণাঙ্গ তদন্ত সাপেক্ষে নতুন প্রশাসনের নিয়োগ।


নিউজটি আপডেট করেছেন : জুলাই ৩৬ নিউজ

কমেন্ট বক্স