ঢাকা | বঙ্গাব্দ

সিএমপিতে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” স্লোগানে অনুষ্ঠিত হলো তারুণ্যের উৎসব ২০২৫

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 16, 2025 ইং
সংগৃহীত ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক উত্তর বিভাগ এবং কোস্টগার্ড পূর্ব জোনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো “তারুণ্যের উৎসব ২০২৫”।
মঙ্গলবার (১৫ জুলাই) দামপাড়া পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে আয়োজিত এই উৎসবে মহানগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৮০ জন শিক্ষার্থী ও তাদের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।

এই উৎসবের মূল প্রতিপাদ্য ছিল—
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”
ট্রাফিক সচেতনতায় তরুণদের অংশগ্রহণ
অনুষ্ঠানে ট্রাফিক আইন, সড়ক পারাপারে সচেতনতা ও ট্রাফিক চিহ্ন সম্পর্কে শিক্ষার্থীদের মধ্যে পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন এবং শিক্ষণীয় ভিডিও প্রদর্শনের মাধ্যমে বিস্তারিত ধারণা দেওয়া হয়।
বিশেষত জেব্রা ক্রসিং, ফুটওভারব্রিজ ব্যবহার, ট্রাফিক সিগন্যাল ইত্যাদি বিষয়ে বাস্তবজ্ঞান তুলে ধরা হয়।

সভাপতির বক্তব্য
সভায় সভাপতিত্ব করেন সিএমপির উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক উত্তর) জনাব মোঃ নেছার উদ্দীন আহমেদ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)।
তিনি বলেন—
“সড়ক দুর্ঘটনা প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারুণ্যই পারে দেশকে বদলাতে। ট্রাফিক আইন মানা শুধু দায়িত্ব নয়, এটা এক ধরনের দেশপ্রেম।”

তিনি আরও বলেন, শিক্ষার্থীরা যেন পরিবার ও সমাজে ট্রাফিক আইন বিষয়ে দূত হিসেবে কাজ করে, সেটাই এই আয়োজনের উদ্দেশ্য।

উপস্থিত ছিলেন আরও অনেকে
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
জনাব মোঃ শামীম হোসেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক উত্তর)
জনাব মোহাম্মদ শরীফুল আলম চৌধুরী সুজন, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক উত্তর)
লেফটেন্যান্ট কমান্ডার মুহতাদিন, কোস্টগার্ড পূর্ব জোন
সাব লেফটেন্যান্ট আব্দুল্লাহ
এছাড়াও সিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


নিউজটি আপডেট করেছেন : জুলাই ৩৬ নিউজ

কমেন্ট বক্স