নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)–তে প্রথমবারের মতো যথাযথ মর্যাদায় পালিত হয়েছে 'জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস ২০২৫'।
বুধবার (১৬ জুলাই) দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে বিকেএসপি ক্যাম্পাসে দিবসটি উদযাপন করা হয়।
দিবসের শুরুতেই জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় শহীদদের স্মরণে।
পরে বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: মুনীরুল ইসলাম প্রতিষ্ঠানের সকল স্তরের কর্মকর্তা, প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী ও শিক্ষার্থীদের নিয়ে এক বর্ণাঢ্য র্যালিতে অংশগ্রহণ করেন।
র্যালিটি প্রতিষ্ঠানের প্রধান ফটক থেকে শুরু হয়ে অডিও-ভিজ্যুয়াল সেন্টারে গিয়ে শেষ হয়।
সেখানে অনুষ্ঠিত হয় ‘জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস’ উপলক্ষে এক আলোচনা সভা।
আলোচনা সভায় দেশ গড়ার আহ্বান
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রিগেডিয়ার জেনারেল মো: মুনীরুল ইসলাম।
তিনি বলেন—
“জুলাই গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন, তারা আমাদের স্বাধীনতা, অধিকার ও মর্যাদার জন্য আত্মত্যাগ করেছেন।
আজকের তরুণ প্রজন্মের দায়িত্ব সেই চেতনায় দেশকে নতুনভাবে গড়ে তোলা।”
সভায় বিকেএসপির শিক্ষক, প্রশিক্ষক ও ছাত্রছাত্রীরাও অংশগ্রহণ করেন এবং দিবসটির ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন।
দিবসটি উপলক্ষে শুধুমাত্র প্রধান ক্যাম্পাসেই নয়, ঢাকা ছাড়াও বিকেএসপির আঞ্চলিক কেন্দ্রগুলোতেও সপ্তাহব্যাপী কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
এর মধ্যে রয়েছে রচনা প্রতিযোগিতা, শহীদ স্মরণ সভা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
বাদ যোহর শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
জুলাই ৩৬ নিউজ