অনলাইন নিউজ ডেস্ক |
রাজধানীর ডেমরায় নির্মাণকাজের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন রফিকুল ইসলাম (২৬) ও শফিকুল ইসলাম (২৫)। তারা পেশায় রড মিস্ত্রি এবং একসাথেই কাজ করতেন।
বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুর ৩টার দিকে ডেমরা বাদশা মিয়া রোডের ভুট্টু চত্ত্বর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় সহকর্মীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বিকেল ৫টার দিকে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহত রফিকুল ও শফিকুলের বাড়ি কুড়িগ্রামের কচাকাটা থানার মিরকা খামারি গ্রামে। রফিকুলের বাবা ইউসুফ আলী ও শফিকুলের বাবা মৃত রমিজ উদ্দিন। বর্তমানে তাঁরা ডেমরার ভুট্টু চত্ত্বরে বসবাস করতেন।
নিহত রফিকুলের বাবা ইউসুফ আলী জানান, “ওরা দুজনই রাস্তার পাশে রড সোজা করে মেশিন দিয়ে কাটার কাজ করছিল। এ সময় একটি লম্বা রড অসাবধানতাবশত বিদ্যুতের তারে স্পর্শ করলে সঙ্গে সঙ্গেই ওরা দুজন বিদ্যুতায়িত হয়।”
জুলাই ৩৬ নিউজ