ঢাকা | বঙ্গাব্দ

নিবন্ধিত ৯৬টি পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল করল নির্বাচন কমিশন

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 17, 2025 ইং
সংগৃহীত ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

নিউজ ডেস্ক |

নতুন পর্যবেক্ষক নীতিমালা জারির ফলে নির্বাচন কমিশনে (ইসি) পূর্বে নিবন্ধিত ৯৬টি দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম। তিনি বলেন,
“নতুন নীতিমালা জারি হয়েছে, আর আগেরটা বাতিল হয়েছে। ফলে আগের নীতিমালার অধীনে নিবন্ধিত সব পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন এখন আর কার্যকর নয়।”

২০২৩ সালের ডিসেম্বরে তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন দুই ধাপে মোট ৯৬টি সংস্থাকে পর্যবেক্ষক হিসেবে নিবন্ধন দিয়েছিল। তবে এসব সংস্থার অনেকের বিরুদ্ধে রাজনৈতিক সংশ্লিষ্টতা ও পক্ষপাতমূলক আচরণের অভিযোগ উঠে, যা নিয়ে তখন থেকেই সমালোচনার সৃষ্টি হয়।
আজ জারি করা ‘দেশীয় পর্যবেক্ষক নীতিমালা-২০২৫’–এ ২০২৩ সালের নীতিমালা বাতিল করা হয়েছে। একইসঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশি-বিদেশি পর্যবেক্ষকদের জন্য নতুন নীতিমালা প্রকাশ করেছে ইসি, যেখানে ১৫টির অধিক শর্ত আরোপ করা হয়েছে।

এর আগেও বিভিন্ন কমিশন বৈঠকের পর ইসির বক্তব্যে ইঙ্গিত দেওয়া হয়েছিল যে, বিগত তিনটি সংসদ নির্বাচনকে 'অন্ধভাবে বৈধতা দেওয়া' পর্যবেক্ষকদের এবার বাদ দেওয়া হবে। নতুন নির্বাচনকে সামনে রেখে বিশ্বস্ত, নিরপেক্ষ ও পেশাদার সংস্থা নির্বাচন করার সিদ্ধান্ত ছিল কমিশনের অন্যতম অগ্রাধিকার।

বিশ্লেষকদের মতে, এ সিদ্ধান্ত নির্বাচন প্রক্রিয়ায় নিরপেক্ষতা এবং জনআস্থার ভিত্তি পুনর্গঠনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। তবে প্রশ্ন উঠছে, নতুন নীতিমালা কতটা স্বচ্ছভাবে বাস্তবায়ন হবে এবং নির্বাচনের মাঠে কাদের দেখা যাবে “পর্যবেক্ষক” পরিচয়ে।


নিউজটি আপডেট করেছেন : জুলাই ৩৬ নিউজ

কমেন্ট বক্স