ঢাকা | বঙ্গাব্দ

মঠবাড়িয়ায় ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 17, 2025 ইং
মো. মুবিন (২৩) ছবির ক্যাপশন: মো. মুবিন (২৩)
ad728

পিরোজপুর প্রতিনিধি | ১৭ জুলাই ২০২৫, বৃহস্পতিবার

পিরোজপুরের মঠবাড়িয়ায় ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে মো. মুবিন (২৩) নামে একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে বুধবার (১৬ জুলাই) দিবাগত রাতে উপজেলার নিউ মার্কেট এলাকায় প্রিন্স হোটেলের সামনে ছাত্রদলের স্থানীয় দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, এলাকায় প্রভাব বিস্তার ও নেতৃত্ব কেন্দ্রিক বিরোধের জেরে এ সংঘর্ষ বাধে।

স্থানীয়রা জানান, সংঘর্ষে দেশীয় অস্ত্র ব্যবহার করা হয়। এতে অন্তত ৪-৫ জন আহত হন। গুরুতর আহত অবস্থায় মুবিনকে প্রথমে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মুবিন ছাত্রদলের মঠবাড়িয়া পৌর শাখার সক্রিয় কর্মী ছিলেন বলে জানিয়েছেন দলটির নেতারা।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থল থেকে কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”


নিউজটি আপডেট করেছেন : জুলাই ৩৬ নিউজ

কমেন্ট বক্স