ঢাকা | বঙ্গাব্দ

পিএইচডি পর্যায়ে ফেলোশিপ দিচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 17, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক | 

২০২৫–২৬ অর্থবছরে পিএইচডি পর্যায়ের গবেষণায় ফেলোশিপ দিচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনস্থ বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট (BSTFT)। এই ফেলোশিপের জন্য আবেদনপত্র আহ্বান করেছে প্রতিষ্ঠানটি। অনলাইনে আবেদন করা যাবে আগামী ৩১ আগস্ট ২০২৫, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

ফেলোশিপ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে দক্ষ ও বিশেষায়িত গবেষক তৈরির লক্ষ্যে দেশের অভ্যন্তরে উচ্চতর শিক্ষায় (শুধু পিএইচডি) এই ফেলোশিপ প্রদান করা হবে।

যোগ্যতা ও শর্তাবলি সংক্ষেপে:

আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে।

আবেদনকারী ও তার জীবনসঙ্গীর দ্বৈত নাগরিকত্ব বা PR থাকলে আবেদনযোগ্য হবেন না।

বয়সসীমা: ৩১ আগস্ট ২০২৫ তারিখে সর্বোচ্চ ৩৬ বছর।

শিক্ষাজীবনের প্রতিটি ধাপে বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হতে হবে।

সিজিপিএ–তে ৪.০০ স্কেলে ন্যূনতম ৩.২৫ বা ৫.০০ স্কেলে ন্যূনতম ৪.০০ থাকতে হবে।

আবেদনকারীকে পূর্ণকালীন পিএইচডি গবেষণার চূড়ান্ত অফার পেতে হবে।

IELTS (6.5), TOEFL iBT (88) বা PTE Academic (59)–এর ন্যূনতম স্কোর আবশ্যক।
অন্য কোনো উৎস থেকে একই গবেষণার জন্য ফেলোশিপ বা অনুদান গ্রহণ করলে আবেদনযোগ্য হবেন না।

গবেষণার বিষয়সমূহ (আংশিক):

পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত, জীববিজ্ঞান, মেডিকেল ও পাবলিক হেলথ, বায়োটেকনোলজি, কম্পিউটার বিজ্ঞান, পরিবেশ বিজ্ঞান, কৃষি, জ্বালানি ও নিউক্লিয়ার গবেষণা, টেক্সটাইল, রোবোটিকস ও AI ইত্যাদি।

আবেদনপদ্ধতি:
আবেদন শুরু: ১৬ জুলাই ২০২৫ শেষ তারিখ: ৩১ আগস্ট ২০২৫

আবেদন ফি: ২,০০০ টাকা (অনলাইনে পরিশোধযোগ্য)

অনলাইন আবেদনের পর, নির্ধারিত কাগজপত্রসহ প্রিন্ট কপি ডাক/কুরিয়ারে পাঠাতে হবে ৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখের মধ্যে।

কোথায় পাঠাতে হবে:

প্রধান নির্বাহী কর্মকর্তা   বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট (BSTFT)   ১১তম তলা, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্স (NSTSC),   আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭

আবেদনপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র অবশ্যই A4 সাইজে স্পাইরাল বাইন্ড করে মুখবন্ধ খামে পাঠাতে হবে।

বিশদ জানতে ও আবেদন করতে ট্রাস্টের ওয়েবসাইট ভিজিট করুন: www.bstft.gov.bd


নিউজটি আপডেট করেছেন : জুলাই ৩৬ নিউজ

কমেন্ট বক্স