নিজস্ব প্রতিবেদক | ১৮ জুলাই ২০২৫
আজ শুক্রবার (১৮ জুলাই) অনুষ্ঠিত হচ্ছে ৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা (এমসিকিউ)। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশের রাজধানী ঢাকার ২০টি কেন্দ্রে এ পরীক্ষা গ্রহণ করা হবে।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) জানায়, তিন হাজার চিকিৎসক পদে নিয়োগের লক্ষ্যে এ পরীক্ষায় অংশ নিচ্ছেন ৪১ হাজার ২৫ জন প্রার্থী। এতে প্রতিটি পদের জন্য প্রতিযোগিতা করছেন গড়ে প্রায় ১৪ জন পরীক্ষার্থী।
৪৮তম বিশেষ বিসিএসের লিখিত অংশে এমসিকিউ পদ্ধতিতে ২০০ নম্বরের পরীক্ষা নেওয়া হচ্ছে।
বাংলা: ২০,ইংরেজি: ২০,বাংলাদেশ বিষয়াবলি: ২০,আন্তর্জাতিক বিষয়াবলি: ২০,মানসিক দক্ষতা: ১০,গাণিতিক যুক্তি: ১০।
প্রত্যেকটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর, ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা যাবে। সময়সীমা দুই ঘণ্টা।
পরীক্ষার্থীদের জন্য পিএসসির নির্দেশনা:
১. পরীক্ষার দিন সকাল ৮টা থেকে ৯টা ৩০ মিনিটের মধ্যে পরীক্ষার্থীদের হলে প্রবেশ করতে হবে। সকাল ৯টা ৩০ মিনিটে গেট বন্ধ করে দেওয়া হবে। এরপর কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না।
২. পরীক্ষার্থীদের সঙ্গে থাকতে পারবে শুধুমাত্র প্রবেশপত্র ও কালো কালির বলপেন। অন্য কোনো সামগ্রী থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
3. প্রবেশপত্রে নির্ধারিত কেন্দ্রের নাম ভালোভাবে দেখে যথাযথভাবে উপস্থিত হতে পরীক্ষার্থীদের পরামর্শ দিয়েছে পিএসসি।
জুলাই ৩৬ নিউজ