ঢাকা | বঙ্গাব্দ

ভাইবোনছড়ায় কিশোরীকে গণধর্ষণের প্রতিবাদে উত্তাল খাগড়াছড়ি, দেশজুড়ে বিক্ষোভ

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 18, 2025 ইং
সংগৃহীত, ছবির ক্যাপশন: সংগৃহীত,
ad728
স্টাফ রিপোর্ট | খাগড়াছড়ি |

খাগড়াছড়ির ভাইবোনছড়ায় অষ্টম শ্রেণির এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে গোটা পার্বত্য অঞ্চলসহ দেশের বিভিন্ন প্রান্ত। শুক্রবার (১৮ জুলাই) সকাল থেকে জেলা সদর ও আশপাশের উপজেলায় বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন পাহাড়ি ও বাঙালি উভয় সম্প্রদায়ের মানুষ।

পিসিপির বিক্ষোভ: ‘পাহাড়ের নারীরাও ঘরে নিরাপদ নয়’

বেলা ১১টায় খাগড়াছির মানিকছড়ি সদরের ধর্মঘর এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)। মিছিল শেষে বটতলায় সমাবেশ করে সংগঠনটির নেতাকর্মীরা।

অংহ্লাচিং মারমা, প্রাঞ্জল চাকমা, আনু মারমা এবং হিল উইমেন্স ফেডারেশনের মনি চাকমা সমাবেশে বলেন,


“পাহাড় থেকে সমতলে কোথাও নারীরা নিরাপদ নয়। বিচারহীনতার সংস্কৃতি ধর্ষণের মতো অপরাধকে উৎসাহিত করছে।”
রাঙামাটিতে সংহতি: ‘এই বিচারহীনতা বন্ধ করো’

রাঙামাটিতে জেএসএস-এর সহযোগী সংগঠন পিসিপি ও হিল উইমেন্স ফেডারেশন মিছিল বের করে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশ করে।

হিল উইমেন্স ফেডারেশনের সহসভাপতি কবিতা চাকমা বলেন, “আজ পাহাড়ি নারীর জন্য তার ঘরও নিরাপদ নয়। আমরা বিচার চাই, দৃষ্টান্ত চাই।”

রাবিতে প্রতিবাদ: ‘আমরাও এই দেশের সন্তান’

রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রুয়েটের আদিবাসী শিক্ষার্থীরা বিকেল ৩টায় প্যারিস রোডে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। ব্যানারে লেখা ছিল—
‘আছিয়া থেকে চিংমা—খুন ধর্ষণ আর না’, ‘পার্বত্য চুক্তি বাস্তবায়ন করো’, ‘রাষ্ট্রীয় হেফাজত বন্ধ করো’।

ছাত্রনেতা শ্যামল জুম্মু বলেন,
“হামলার প্রতিবাদ করলেও আমাদের ওপর হামলা হয়। প্রশাসন বারবার ব্যর্থ।”

সংবাদ সম্মেলনে ত্রিপুরা সংগঠনগুলোর হুঁশিয়ারি
ত্রিপুরা জাতিগোষ্ঠীর সাতটি সংগঠন আজ দুপুরে ত্রিপুরা কল্যাণ সংসদের হলরুমে সংবাদ সম্মেলন করে বলেন—
“আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। তবে একটি গোষ্ঠী রাজনৈতিক ষড়যন্ত্র করছে। আমরা উসকানিতে পা দেব না।”
ত্রিপুরা কল্যাণ সংসদ, ঐক্য পরিষদ, যুব কল্যাণ সংসদ, যুব ঐক্য পরিষদ, স্টুডেন্ট ফোরাম, যুব সংসদ ও শ্রমিক সংসদ।

গত বুধবার রাতে এক ত্রিপুরা কিশোরীকে গণধর্ষণের অভিযোগে ভাইবোনছড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আরমান হোসেনসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। মামলার অন্য দুই আসামি এখনও পলাতক।

গ্রেপ্তার ব্যক্তিরা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা বলে জানানো হয়।
পলাতক: মুনির ইসলাম (বিএনপি), সোহেল ইসলাম (ছাত্রদল)।

চিকিৎসাধীন কিশোরীর বোন বললেন: 'লোক দেখলেই কাঁপছে'

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি কিশোরীর বড় বোন বলেন, “আমার বোন কিছুই খেতে পারছে না। সে ভয়ে, লজ্জায় কাঁপছে। কথা বলতেও ভয় পাচ্ছে।”

পুলিশ জানায়, দ্রুত চারজনকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়েছে।
মানবাধিকারকর্মীরা দাবি করছেন, নারী ও শিশুর প্রতি সহিংসতার বিরুদ্ধে দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলাটি নেওয়া হোক।
খাগড়াছড়ি প্রশাসনের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন,
“আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ঘটনাটি তদন্ত করছি।”

জাতিসংঘের বাংলাদেশ মিশনের এক মুখপাত্র গণমাধ্যমকে বলেন,
“পাহাড়ে আদিবাসী নারী ও কিশোরীদের নিরাপত্তা নিয়ে বাংলাদেশ সরকারের কাছ থেকে জবাব চাওয়া হবে।”


নিউজটি আপডেট করেছেন : জুলাই ৩৬ নিউজ

কমেন্ট বক্স