ঢাকা | বঙ্গাব্দ

দেশের সব মসজিদের সভাপতি হবেন ডিসি ও ইউএনও: শিগগিরই নীতিমালা

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 18, 2025 ইং
ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। ছবির ক্যাপশন: ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
ad728

নিজস্ব প্রতিবেদক | খুলনা

দেশব্যাপী প্রতিটি মসজিদের সভাপতি হিসেবে সংশ্লিষ্ট জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দায়িত্ব পালন করবেন। মসজিদ পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন  ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

শুক্রবার (১৮ জুলাই) খুলনায় অনুষ্ঠিত বিভাগীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান তিনি।

ধর্মবিষয়ক উপদেষ্টা জানান, শিগগিরই এ সংক্রান্ত একটি নীতিমালা গেজেট আকারে প্রকাশ করা হবে। মসজিদ পরিচালনায় একরকম ‘সেন্ট্রালাইজড প্রশাসনিক কাঠামো’ গড়ে তোলা হবে, যেখানে ডিসি ও ইউএনওর নেতৃত্বে মসজিদ কমিটি পরিচালিত হবে।

তিনি বলেন, “মসজিদে ইমাম নিয়োগ ও বরখাস্ত প্রক্রিয়া নির্দিষ্ট নীতিমালার আওতায় পরিচালিত হবে। এতে ব্যক্তিপর্যায়ের প্রভাব বা পক্ষপাতের সুযোগ থাকবে না।”

ড. খালিদ হোসেন বলেন, অনেক মসজিদের ফান্ডে পর্যাপ্ত অর্থ থাকলেও ইমাম ও মুয়াজ্জিনদের বেতন অত্যন্ত সীমিত—এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাই ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল অনুযায়ী ইমাম, মুয়াজ্জিনসহ সংশ্লিষ্টদের উপযুক্ত বেতন-ভাতা নির্ধারণের সুপারিশ করা হয়েছে।

সম্মেলনে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকাণ্ডে শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি করে তিনি বলেন, এখন সব কার্যক্রম জবাবদিহিতার আওতায় এসেছে। ইমামদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “মসজিদের খুতবা ও ধর্মীয় আলোচনায় সন্ত্রাস, মাদক, নারী নির্যাতনসহ সমাজবিরোধী কার্যকলাপের কুফল তুলে ধরতে হবে। পাশাপাশি হালাল উপার্জনের গুরুত্ব সম্পর্কেও মুসল্লিদের সচেতন করতে হবে।”


নিউজটি আপডেট করেছেন : জুলাই ৩৬ নিউজ

কমেন্ট বক্স