ঢাকা | বঙ্গাব্দ

নরসিংদীতে ড. আব্দুল মঈন খান: "ভোটের অধিকার ফিরিয়ে না দিলে গণতন্ত্র ফিরবে না"

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 18, 2025 ইং
ড. মঈন খান ছবির ক্যাপশন: ড. মঈন খান
ad728
নরসিংদী প্রতিনিধি,
"বাংলাদেশের কোটি মানুষের একটাই দাবি—ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া। এজন্য অত্যাবশ্যকীয় রাজনৈতিক সংস্কারের পর দ্রুত গণতন্ত্র ফিরিয়ে আনা প্রয়োজন"—বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

আজ শুক্রবার বিকেলে নরসিংদীর পাঁচদোনা মোড়ের মোমেন খান চত্বরে আয়োজিত জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. মঈন খান বলেন, “বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, বরং জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে—এটি বারবার প্রমাণিত হয়েছে। ছাত্রজনতার আন্দোলনের ১ বছরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে সুসংগঠিত হতে হবে।”
তিনি আরও বলেন, “আমরা আন্দোলন করেছি মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য। তারেক রহমান লন্ডনে বসে এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন ও সংগঠিত করেছেন।”

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পলাশ থানা বিএনপির সভাপতি মো. আবদুল সাত্তার।
সভায় উপস্থিত ছিলেন জুলাই গণঅভ্যুত্থানে শহিদ নরসিংদীর স্কুলছাত্র তাহমিদ ভুইয়ার পিতা রফিকুল ইসলাম, নরসিংদী শহর বিএনপির সাবেক সভাপতি বাবুল সরকার, পলাশ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল হক, ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতারা।

সঞ্চালনায় ছিলেন পলাশ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভুইয়া মিল্টন।

অনুষ্ঠানে শহিদ পরিবারের সদস্য ও যুদ্ধাহতদের মাঝে বিএনপির পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেন ড. আব্দুল মঈন খান।

নিউজটি আপডেট করেছেন : জুলাই ৩৬ নিউজ

কমেন্ট বক্স