ঢাকা | বঙ্গাব্দ

সংস্কার নয়, শাসনব্যবস্থার উচ্ছেদ চাই" — জাতীয় মুক্তি কাউন্সিলের আলোচনা সভায় বদরুদ্দিন উমর

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 18, 2025 ইং
জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি ও বিশিষ্ট লেখক বদরুদ্দিন উমর। ছবির ক্যাপশন: জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি ও বিশিষ্ট লেখক বদরুদ্দিন উমর।
ad728

ঢাকা প্রতিনিধি,

“সংস্কার নয়, জনগণের সার্বিক মুক্তির লক্ষ্যে শাসনব্যবস্থার সম্পূর্ণ উচ্ছেদ প্রয়োজন”—এমন বক্তব্য দিয়েছেন জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি ও বিশিষ্ট লেখক বদরুদ্দিন উমর। তিনি বলেন, “যারা সংস্কারের কথা বলছে, তারা এই ব্যবস্থাকেই মেনে নিচ্ছে। কিন্তু এই ব্যবস্থার মধ্য দিয়ে জনগণের প্রকৃত মুক্তি সম্ভব নয়।”

আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে “সংস্কার নয়, জনগণের সার্বিক মুক্তির লক্ষ্যে শ্রমিক–কৃষকের গণ–অভ্যুত্থানের রাজনৈতিক প্রস্তুতি নিন” শীর্ষক এক আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন তিনি।

বদরুদ্দিন উমর বলেন,
২০২৪ সালের ৫ আগস্টের গণ–অভ্যুত্থানের পর দেশে দক্ষিণপন্থীদের উত্থান ঘটেছে। জামায়াতে ইসলামীর শক্তি বেড়েছে। এমনকি ছাত্রদের নেতৃত্বে গঠিত জাতীয় নাগরিক পার্টিও (এনসিপি) ধর্মকে ব্যবহার করতে চায় এবং জামায়াতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখছে। এদের বক্তব্যে শ্রমিক–কৃষক–মেহনতি মানুষের কোনো স্থান নেই।”

তিনি আরও বলেন,
“এই অভ্যুত্থান গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিক ফল নয়, বরং দীর্ঘ ক্ষোভ ও দমন–পীড়নের পর এক ধরনের বিস্ফোরণ। এটি শাসক শ্রেণির ভেতরের দ্বন্দ্বের প্রতিফলন। বিএনপি এখন যে ধরনের ভাষায় কথা বলছে, তাতে তাদেরকেই সবচেয়ে প্রগতিশীল মনে হচ্ছে—এটাই দেশের জন্য দুঃখজনক।”

নির্বাচনের প্রসঙ্গে উমর বলেন,
“নির্বাচন করে কী হবে? এই ব্যবস্থার ভেতরে থেকেই আবার একটি দল আসবে। জনগণের আশা পূরণ হবে না। তাই শ্রেণিশাসনের অবসান এবং শাসনব্যবস্থার উচ্ছেদ ছাড়া পথ নেই।”

সংগঠনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন,
“লেনিন বলেছেন, জনগণের সংগঠন ছাড়া কিছু নেই। শ্রমিক–কৃষক–মেহনতি মানুষের মুক্তির সংগ্রামে সংগঠন গড়ে তোলাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

আলোচনা সভায় আরও বক্তব্য দেন:
জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম, যিনি আওয়ামী লীগের ভারতনির্ভর রাজনীতি এবং ফ্যাসিবাদী কৌশলের সমালোচনা করেন।
জাতীয় মুক্তি কাউন্সিলের সংগঠক ভূলন ভৌমিক
বাংলাদেশ লেখক শিবিরের সাধারণ সম্পাদক কাজী ইকবাল।
সভাটি সঞ্চালনা করেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি মিতু সরকার।


নিউজটি আপডেট করেছেন : জুলাই ৩৬ নিউজ

কমেন্ট বক্স